ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে:ডিআইজি রেজাউল হক

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে মতবিনিময়কালে ডিআইজি রেজাউল হক

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:১৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • / ১৮ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন খুলনার রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গায় পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ডিআইজি মো. রেজাউল হককে ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। পরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে মতবিনিময় করেন তিনি।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিআইজি মো. রেজাউল হক দুর্গাপূজা ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। ডিআইজি চুয়াডাঙ্গার সকল পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে বলেন।

পরে ডিআইজি চুয়াডাঙ্গা বড়বাজার সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। তিনি পূজার নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় অতিরিক্ত ডিআইজি (অপারেশন) মো. হাসানুজ্জামান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ও চুয়াডাঙ্গার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা মেহেরপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। গতকাল বিকেল পাঁচটার দিকে শহরের নায়েব বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এসময় ডিআইজি রেজাউল হক বলেন, সারাদেশের মতো মেহেরপুরে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তায় বলয় তৈরি করা হয়েছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তারপরও যদি কোনো অপ্রীতিকর ঘটনার আলামত আপনারা লক্ষ্য করেন, পুলিশ প্রশাসনকে জানাবেন। দ্রুত ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ।
এসময় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) মো. হাসানুজ্জামান, মেহেরপুর পুলিশ সুপার মাহমুদা আকতার খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে:ডিআইজি রেজাউল হক

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে মতবিনিময়কালে ডিআইজি রেজাউল হক

আপলোড টাইম : ০৯:১৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন খুলনার রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গায় পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ডিআইজি মো. রেজাউল হককে ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। পরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে মতবিনিময় করেন তিনি।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিআইজি মো. রেজাউল হক দুর্গাপূজা ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। ডিআইজি চুয়াডাঙ্গার সকল পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে বলেন।

পরে ডিআইজি চুয়াডাঙ্গা বড়বাজার সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। তিনি পূজার নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় অতিরিক্ত ডিআইজি (অপারেশন) মো. হাসানুজ্জামান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ও চুয়াডাঙ্গার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা মেহেরপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। গতকাল বিকেল পাঁচটার দিকে শহরের নায়েব বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এসময় ডিআইজি রেজাউল হক বলেন, সারাদেশের মতো মেহেরপুরে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তায় বলয় তৈরি করা হয়েছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তারপরও যদি কোনো অপ্রীতিকর ঘটনার আলামত আপনারা লক্ষ্য করেন, পুলিশ প্রশাসনকে জানাবেন। দ্রুত ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ।
এসময় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) মো. হাসানুজ্জামান, মেহেরপুর পুলিশ সুপার মাহমুদা আকতার খানম প্রমুখ উপস্থিত ছিলেন।