ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায়

পাঁচকমলাপুর মাদ্রাসার তিন ছাত্রের কৃতিত্ব অর্জন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • / ৪১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
সাওতুন কুরআন প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করেছে পাঁচকমলাপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার তিন শিক্ষার্থী। গত বুধবার আকন্দবাড়ীয়া ঈদগাহ দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ‘ক’ ও ‘খ’ দুটি গ্রুপে বিভিন্ন মাদ্রাসার ২০০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বুধবার পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্বারী মুস্তাকিম বিল্লাহ (খুলনা)।

এই কুরআন প্রতিযোগিতায় পাঁচকমলাপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পাঁচ পারা গ্রুপে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে আমির হামজা। এবং ১০ পারা গ্রুপে অংশ নিয়ে চতুর্থ স্থান অর্জন করে তামজিদ হোসেন ও ১১তম স্থান অধিকার করে শামীম রেজা।

এদিকে, সাওতুন কুরআন প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করায় পাঁচকমলাপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সকল ছাত্রের জন্য শুভেচ্ছা জানিয়ে দোয়া করেছেন মাদ্রাসার পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুস্তাফিজুর রহমান শামীম।
উল্লেখ্য, চুয়াডাঙ্গার তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেস অ্যান্ড কনভেনশন সেন্টার ও টি-কফি অ্যান্ড মি-এর ব্যবস্থাপনা পরিচালক কৃতী ব্যবসায়ী আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক তাঁর পিতার প্রতিষ্ঠিত পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাহিদ গ্রুপের এমডি ও সিঙ্গাপুরস্থ বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক বিডিচ্যামের সাবেক প্রেসিডেন্ট হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তাঁর পিতার মৃত্যুর পর থেকে মাদ্রাসাটির দায়িত্ব নিয়ে পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসাটিকে একটি আধুনিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায়

পাঁচকমলাপুর মাদ্রাসার তিন ছাত্রের কৃতিত্ব অর্জন

আপলোড টাইম : ১০:৩৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
সাওতুন কুরআন প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করেছে পাঁচকমলাপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার তিন শিক্ষার্থী। গত বুধবার আকন্দবাড়ীয়া ঈদগাহ দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ‘ক’ ও ‘খ’ দুটি গ্রুপে বিভিন্ন মাদ্রাসার ২০০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বুধবার পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্বারী মুস্তাকিম বিল্লাহ (খুলনা)।

এই কুরআন প্রতিযোগিতায় পাঁচকমলাপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পাঁচ পারা গ্রুপে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে আমির হামজা। এবং ১০ পারা গ্রুপে অংশ নিয়ে চতুর্থ স্থান অর্জন করে তামজিদ হোসেন ও ১১তম স্থান অধিকার করে শামীম রেজা।

এদিকে, সাওতুন কুরআন প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করায় পাঁচকমলাপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সকল ছাত্রের জন্য শুভেচ্ছা জানিয়ে দোয়া করেছেন মাদ্রাসার পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুস্তাফিজুর রহমান শামীম।
উল্লেখ্য, চুয়াডাঙ্গার তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেস অ্যান্ড কনভেনশন সেন্টার ও টি-কফি অ্যান্ড মি-এর ব্যবস্থাপনা পরিচালক কৃতী ব্যবসায়ী আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক তাঁর পিতার প্রতিষ্ঠিত পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাহিদ গ্রুপের এমডি ও সিঙ্গাপুরস্থ বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক বিডিচ্যামের সাবেক প্রেসিডেন্ট হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তাঁর পিতার মৃত্যুর পর থেকে মাদ্রাসাটির দায়িত্ব নিয়ে পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসাটিকে একটি আধুনিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন।