ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

নেহালপুর ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • / ২৭ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
চুয়াডাঙ্গা সদরের নেহালপুর ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সদ্য বিলুপ্ত নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক সামসুল হক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে ইউনিয়ন আওয়ামী যুবলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি এবং যুবলীগের সমস্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ করে তা প্রতিপালন করছি। সেই সাথে চুয়াডাঙ্গা-২ আসনে নৌকার প্রার্থী হাজী আলী আজগার টগরের পক্ষে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড মানুষের মাঝে তুলে ধরছি। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অবগত আছেন। নৌকার পক্ষে কাজ করায় স্থানীয় বিভিন্ন পত্রিকা মারফত জানতে পারি আমাদের বিরুদ্ধে জমিদখল, চাঁদাবাজি, দখলদারিত্ব ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের মনগড়া মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে। যার কোনো প্রমাণ বা সত্যতা নেই।
অথচ ভিত্তিহীন অভিযোগ তুলে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ও যুগ্ম আহ্বায়ক সামমুদ্দোহা মল্লিক হাসু উদ্দেশ্য প্রণোদিত হয়ে ইউনিয়ন কমিটি বিলুপ্তসহ আমাদেরকে বহিষ্কার করেছেন। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি বিলুপ্তি ও বহিষ্কারদেশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
এসময় উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ রেজাসহ সদ্য বিলুপ্ত নেহালপুর ইউনিয়ন যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দসহ নেতা-কর্মী ও সমর্থকেরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নেহালপুর ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ১০:০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

দর্শনা অফিস:
চুয়াডাঙ্গা সদরের নেহালপুর ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সদ্য বিলুপ্ত নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক সামসুল হক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে ইউনিয়ন আওয়ামী যুবলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি এবং যুবলীগের সমস্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ করে তা প্রতিপালন করছি। সেই সাথে চুয়াডাঙ্গা-২ আসনে নৌকার প্রার্থী হাজী আলী আজগার টগরের পক্ষে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড মানুষের মাঝে তুলে ধরছি। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অবগত আছেন। নৌকার পক্ষে কাজ করায় স্থানীয় বিভিন্ন পত্রিকা মারফত জানতে পারি আমাদের বিরুদ্ধে জমিদখল, চাঁদাবাজি, দখলদারিত্ব ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের মনগড়া মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে। যার কোনো প্রমাণ বা সত্যতা নেই।
অথচ ভিত্তিহীন অভিযোগ তুলে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ও যুগ্ম আহ্বায়ক সামমুদ্দোহা মল্লিক হাসু উদ্দেশ্য প্রণোদিত হয়ে ইউনিয়ন কমিটি বিলুপ্তসহ আমাদেরকে বহিষ্কার করেছেন। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি বিলুপ্তি ও বহিষ্কারদেশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
এসময় উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ রেজাসহ সদ্য বিলুপ্ত নেহালপুর ইউনিয়ন যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দসহ নেতা-কর্মী ও সমর্থকেরা।