ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

নীলমণিগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:১৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গার নীলমণিগঞ্জে অভিযান চালিয়ে চারটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার অভিযান চালিয়ে ওই চার প্রতিষ্ঠানের মালিককে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে গতকাল প্রথমে মেসার্স মা ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠানটি থেকে প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। পরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সুফল কুমার ফোজদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধ ও ধারায় মেসার্স আনোয়ারা ফার্মেসির মালিক মো. আব্দুল্লাহ আল মামুনকে ২ হাজার, মেসার্স দত্ত ফার্মেসির মালিক কৃষ্ণ কুমার দত্তকে ২ হাজার ও মেসার্স মেডিসিন সেন্টারের মালিক মো. কামাল হোসেনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

এসময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এ বিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নীলমণিগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপলোড টাইম : ০৩:১৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গার নীলমণিগঞ্জে অভিযান চালিয়ে চারটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার অভিযান চালিয়ে ওই চার প্রতিষ্ঠানের মালিককে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে গতকাল প্রথমে মেসার্স মা ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠানটি থেকে প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। পরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সুফল কুমার ফোজদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধ ও ধারায় মেসার্স আনোয়ারা ফার্মেসির মালিক মো. আব্দুল্লাহ আল মামুনকে ২ হাজার, মেসার্স দত্ত ফার্মেসির মালিক কৃষ্ণ কুমার দত্তকে ২ হাজার ও মেসার্স মেডিসিন সেন্টারের মালিক মো. কামাল হোসেনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

এসময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এ বিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।