ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

নির্ধারিত সময়ের আগেই বেতন-বোনাস পেলেন কর্মকর্তা-কর্মচারীরা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • / ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

নির্ধারিত সময়ের আগেই চুয়াডাঙ্গা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বেতন, বোনাস ও বৈশাখী ভাতা পাওয়ায় পৌর কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ। পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের লক্ষে চুয়াডাঙ্গা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ের বেশকিছু দিন আগেই এ বোনাস বেতন ও ভাতা পাওয়ায় পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী  অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়াকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কর পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, ‘এত তাড়াতাড়ি বেতন বোনাস ও বৈশাখী ভাতা পাওয়ায় আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। তাই পৌরসভার মেয়র ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।’

পৌরসভার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুর ১২টার মধ্যেই চুয়াডাঙ্গা পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের বেতন বোনাস ও বৈশাখী ভাতা নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি সাহীদুর রশীদ বলেন, পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষকে সামনে রেখে চুয়াডাঙ্গা পৌরসভার দুই কর্মকর্তার এ নজিরবিহীন দৃষ্টান্তকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

চুয়াডাঙ্গা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া বলেন, ‘ধর্মীয় উৎসবকে সামনে রেখে কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন ধরনের প্ল্যান পরিকল্পনা ও সখ আহ্লাদ পূরণ করার ইচ্ছে পোষণ করেন। এছাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পাওয়ার পর থেকে সকলকে নিয়েই আমরা পৌরসভা এবং সদর উপজেলাকে একটি চমৎকার পৌরসভা ও উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করছি। এটি একটি টিম ওয়ার্ক। সকলের আন্তরিকতা ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। সে কারণেই পবিত্র ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ উপলক্ষে বেশ কিছুদিন আগেই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস ও বৈশাখী ভাতা প্রদান সম্ভব হয়েছে।’

চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন বলেন, ‘এ কৃতিত্ব আমার একার নয়, এ কৃতিত্ব পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের। তারা সঠিকভাবে কাজ করছে বলেই আমাদের আর্থিক সঙ্গতি হয়েছে। এ  ধারাবাহিকতা থাকলে ভবিষ্যতে আমরা আরও ভালো কাজ করতে পারবো বলে আশা করি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নির্ধারিত সময়ের আগেই বেতন-বোনাস পেলেন কর্মকর্তা-কর্মচারীরা

আপলোড টাইম : ০৭:৪৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

নির্ধারিত সময়ের আগেই চুয়াডাঙ্গা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বেতন, বোনাস ও বৈশাখী ভাতা পাওয়ায় পৌর কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ। পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের লক্ষে চুয়াডাঙ্গা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ের বেশকিছু দিন আগেই এ বোনাস বেতন ও ভাতা পাওয়ায় পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী  অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়াকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কর পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, ‘এত তাড়াতাড়ি বেতন বোনাস ও বৈশাখী ভাতা পাওয়ায় আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। তাই পৌরসভার মেয়র ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।’

পৌরসভার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুর ১২টার মধ্যেই চুয়াডাঙ্গা পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের বেতন বোনাস ও বৈশাখী ভাতা নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি সাহীদুর রশীদ বলেন, পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষকে সামনে রেখে চুয়াডাঙ্গা পৌরসভার দুই কর্মকর্তার এ নজিরবিহীন দৃষ্টান্তকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

চুয়াডাঙ্গা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া বলেন, ‘ধর্মীয় উৎসবকে সামনে রেখে কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন ধরনের প্ল্যান পরিকল্পনা ও সখ আহ্লাদ পূরণ করার ইচ্ছে পোষণ করেন। এছাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পাওয়ার পর থেকে সকলকে নিয়েই আমরা পৌরসভা এবং সদর উপজেলাকে একটি চমৎকার পৌরসভা ও উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করছি। এটি একটি টিম ওয়ার্ক। সকলের আন্তরিকতা ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। সে কারণেই পবিত্র ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ উপলক্ষে বেশ কিছুদিন আগেই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস ও বৈশাখী ভাতা প্রদান সম্ভব হয়েছে।’

চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন বলেন, ‘এ কৃতিত্ব আমার একার নয়, এ কৃতিত্ব পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের। তারা সঠিকভাবে কাজ করছে বলেই আমাদের আর্থিক সঙ্গতি হয়েছে। এ  ধারাবাহিকতা থাকলে ভবিষ্যতে আমরা আরও ভালো কাজ করতে পারবো বলে আশা করি।’