ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

নিরপেক্ষ নির্বাচনে পুলিশকে মূখ্য ভূমিকা পালন করতে হবে:এসপি জাহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৫:১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • / ৩৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া, মোমিনপুর, কুতুবপুর ও পদ্মবিলা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্বচ্ছ করতে জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে এ নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড ব্রিফিংয়ে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসার ফোর্স এবং আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

তিনি বলেন, আসন্ন চুয়াডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ করতে পুলিশকে মূখ্য ভূমিকা পালন করতে হবে। যে কোনো অপশক্তি, ভয়-ভীতি, বাধা জয় করার মতো শক্তি বাংলাদেশ পুলিশের আছে। পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর যারা নির্বাচনের দায়িত্বে আছেন, তারা ঈমানের সাথে দায়িত্ব পালন করবেন। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সেবক এবং ভোট হচ্ছে প্রত্যেক ভোটারের পবিত্র আমানত। সেই পবিত্র আমানত রক্ষার্থে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

জেলা পুলিশের দেওয়া তথ্য মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন সুষ্ঠু, সুন্দর অবাধ ও নিরপেক্ষ করতে প্রতিটি ভোট কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য, ১ জন আনসারের পিসি, ১ জন এপিসি, ৮ জন পুরুষ ও ৭ জন সাধারণ অঙ্গীভূত আনসার এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাবৃন্দ দায়িত্ব পালন করবেন। এছাড়াও প্রতি ৩টি ভোট কেন্দ্রের জন্য ১টি মোবাইল পার্টি এবং প্রতিটি ইউনিয়নের জন্য ১টি করে স্ট্রাইকিং টিম দায়িত্ব পালন করবে। তাছাড়া র‌্যাবের টিম, বিজিবি টিম, সাদা পোশাকে ডিএসবি নজরদারি, ডিবির ঈগল-১ টিম এবং অত্যাধুনিক প্রশিক্ষণ প্রাপ্ত রোবকাপ টিম উপজেলা প্রশাসনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে।

প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাসসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নিরপেক্ষ নির্বাচনে পুলিশকে মূখ্য ভূমিকা পালন করতে হবে:এসপি জাহিদুল ইসলাম

আপলোড টাইম : ০৫:১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া, মোমিনপুর, কুতুবপুর ও পদ্মবিলা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্বচ্ছ করতে জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে এ নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড ব্রিফিংয়ে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসার ফোর্স এবং আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

তিনি বলেন, আসন্ন চুয়াডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ করতে পুলিশকে মূখ্য ভূমিকা পালন করতে হবে। যে কোনো অপশক্তি, ভয়-ভীতি, বাধা জয় করার মতো শক্তি বাংলাদেশ পুলিশের আছে। পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর যারা নির্বাচনের দায়িত্বে আছেন, তারা ঈমানের সাথে দায়িত্ব পালন করবেন। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সেবক এবং ভোট হচ্ছে প্রত্যেক ভোটারের পবিত্র আমানত। সেই পবিত্র আমানত রক্ষার্থে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

জেলা পুলিশের দেওয়া তথ্য মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন সুষ্ঠু, সুন্দর অবাধ ও নিরপেক্ষ করতে প্রতিটি ভোট কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য, ১ জন আনসারের পিসি, ১ জন এপিসি, ৮ জন পুরুষ ও ৭ জন সাধারণ অঙ্গীভূত আনসার এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাবৃন্দ দায়িত্ব পালন করবেন। এছাড়াও প্রতি ৩টি ভোট কেন্দ্রের জন্য ১টি মোবাইল পার্টি এবং প্রতিটি ইউনিয়নের জন্য ১টি করে স্ট্রাইকিং টিম দায়িত্ব পালন করবে। তাছাড়া র‌্যাবের টিম, বিজিবি টিম, সাদা পোশাকে ডিএসবি নজরদারি, ডিবির ঈগল-১ টিম এবং অত্যাধুনিক প্রশিক্ষণ প্রাপ্ত রোবকাপ টিম উপজেলা প্রশাসনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে।

প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাসসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।