ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

নানা কর্মসূচির মধ্যদিয়ে মে দিবস পালনের সিদ্ধান্ত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গাসহ সারাদেশে মহান মে দিবস পালিত হবে। আগামী সোমবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ওই দিন সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। পরে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হবে। এটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে শেষ হবে। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মহান মে দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরাফাত রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় গত সভার কার্যবিবরণীসহ এবার মন্ত্রণালয় থেকে প্রেরিত নিদের্শনামূলক পত্র উপস্থাপন করে সভা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কবীর হোসেন।

সভায় উপস্থিত থেকে অভিমত ব্যক্ত করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, রেলওয়ে শ্রমিক সংগঠনের চুয়াডাঙ্গা সভাপতি আব্দুল গফুর, জেলা বাস ট্রাক ও ট্রাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, জেলা অটো বাইক শ্রমিক সোসাইটির সাধারণ সম্পাদক সাজু আহমেদ, হোটেল শ্রমিক সমিতির সভাপতি বাবলু রহমান প্রমুখ।
আসন্ন মহান মে দিবসে শ্রমিক সংগঠনগুলো তাদের সদস্যদের সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ শোভাযাত্রা শেষে আলোচনা সভায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারলে অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হবে। শ্রমিকদের অধিকার সংরক্ষণে চমৎকার আইন বিদ্যমান রয়েছে। শ্রম অধিকার আদায়ের লক্ষে আদালতও রয়েছে। মালিক ও শ্রমিক ঐক্যবদ্ধভাবে কাজ করলে প্রতিষ্ঠানের কল্যাণের মধ্যদিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত হয়। সে লক্ষেই আমাদের মহান মে দিবস পালনে সকলকে আন্তরিক হতে হবে। এ দিবসের কর্মসূচিতে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে উদ্দেশ্য সফল করতে হবে।

গতকাল একই স্থানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কবীর হোসেনের সভাপতিত্বে জেলা আইসসিটি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জেলার ইউনিয়ন পর্যায়ে তথ্য সেবা কেন্দ্রে কর্মরতদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়কে বিশেষ উপহার দেওয়া হয়। এসময় সভার সভাপতি বলেন, জেলা তথ্য বাতায়নে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল তথ্য সব সময় হালনাগাদ থাকতে হবে। এছাড়াও গতকাল দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরাফাত রহমানের সভাপতিত্বে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে গত সভার সিদ্ধান্তসমূহ উপস্থাপনসহ হালনাগদ তথ্য উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বিভাষ কুমার সাহা। জেলা সার ডিলার সমিতির সভাপতি মীর মহিউদ্দীন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নানা কর্মসূচির মধ্যদিয়ে মে দিবস পালনের সিদ্ধান্ত

আপলোড টাইম : ০৯:১৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গাসহ সারাদেশে মহান মে দিবস পালিত হবে। আগামী সোমবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ওই দিন সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। পরে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হবে। এটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে শেষ হবে। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মহান মে দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরাফাত রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় গত সভার কার্যবিবরণীসহ এবার মন্ত্রণালয় থেকে প্রেরিত নিদের্শনামূলক পত্র উপস্থাপন করে সভা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কবীর হোসেন।

সভায় উপস্থিত থেকে অভিমত ব্যক্ত করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, রেলওয়ে শ্রমিক সংগঠনের চুয়াডাঙ্গা সভাপতি আব্দুল গফুর, জেলা বাস ট্রাক ও ট্রাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, জেলা অটো বাইক শ্রমিক সোসাইটির সাধারণ সম্পাদক সাজু আহমেদ, হোটেল শ্রমিক সমিতির সভাপতি বাবলু রহমান প্রমুখ।
আসন্ন মহান মে দিবসে শ্রমিক সংগঠনগুলো তাদের সদস্যদের সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ শোভাযাত্রা শেষে আলোচনা সভায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারলে অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হবে। শ্রমিকদের অধিকার সংরক্ষণে চমৎকার আইন বিদ্যমান রয়েছে। শ্রম অধিকার আদায়ের লক্ষে আদালতও রয়েছে। মালিক ও শ্রমিক ঐক্যবদ্ধভাবে কাজ করলে প্রতিষ্ঠানের কল্যাণের মধ্যদিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত হয়। সে লক্ষেই আমাদের মহান মে দিবস পালনে সকলকে আন্তরিক হতে হবে। এ দিবসের কর্মসূচিতে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে উদ্দেশ্য সফল করতে হবে।

গতকাল একই স্থানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কবীর হোসেনের সভাপতিত্বে জেলা আইসসিটি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জেলার ইউনিয়ন পর্যায়ে তথ্য সেবা কেন্দ্রে কর্মরতদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়কে বিশেষ উপহার দেওয়া হয়। এসময় সভার সভাপতি বলেন, জেলা তথ্য বাতায়নে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল তথ্য সব সময় হালনাগাদ থাকতে হবে। এছাড়াও গতকাল দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরাফাত রহমানের সভাপতিত্বে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে গত সভার সিদ্ধান্তসমূহ উপস্থাপনসহ হালনাগদ তথ্য উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বিভাষ কুমার সাহা। জেলা সার ডিলার সমিতির সভাপতি মীর মহিউদ্দীন প্রমুখ।