ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

নানা আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় সংবিধান দিবস পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: নানা আয়োজনের মধ্যদিয়ে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে পৃথকভাবে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।

চুয়াডাঙ্গা:
‘এই সংবিধান শহীদের রক্তে লিখিত, এ সংবিধান সমগ্র জনগণের আশা-আকাক্সক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে।’ গণপরিষদে সংবিধানের ওপর দেওয়া বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ উক্তি স্মরণ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের সংবিধান কেবল বাংলাদেশের সর্বোচ্চ আইনই নয়, সংবিধানে বাংলাদেশ নামের রাষ্ট্রের মূল চরিত্র বর্ণিত রয়েছে। কীভাবে পরিচালিত হবে দেশ তার বিস্তারিত যেমন বর্ণিত, তেমনই দেশের মানুষের অধিকারও সংরক্ষিত এই সংবিধানে। ফলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকেও সংবিধান পড়ে কর্তব্য এবং অধিকার সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।

গতকাল শুক্রবার ছিল জাতীয় সংবিধান দিবস। এ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সাবেক অধ্যক্ষ মো. কামরুজ্জামান, জাতীয় গোয়েন্দা সংস্থার চুয়াডাঙ্গা উপ-পরিচালক জামিল সিদ্দিক ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

সরকারি কলেজের উপাধ্যক্ষ রেজউল করিম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিনসহ জেলার বিভিন্ন পর্যায়ের সুধী, জেলা পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে আরও বলেন, দেশের সংবিধান সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠাগারে যেমন রাখা সম্ভব হলে শিক্ষার্থীরা উপকৃত হবে। দেশের প্রজন্ম যতো সচেতন হবে, জাতির ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে। সরকার স্বাধীনতার ৫০ বছর পর হলেও জাতীয় সংবিধান দিবস পালনের যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসার দাবিদার। এ দিবস পালনের মাধ্যমে দেশের মানুষ সংবিধান সম্পর্কে অধিকতর জানতে পারবে বলে আমার বিশ^াস।

বিশেষ অতিথির বক্তব্যে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, বিগত দিনে নানা সময়ে কিছু স্বার্থান্বেষী মহল সংবিধানে সংশোধনীর নামে নিজেদের স্বার্থ হাসিল করলেও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংবিধানকে সম্মুন্নত রেখে দেশের অগ্রযাত্রা তরান্বিত করে চলেছে। বিশ^ দরবারে আমাদের দেশ অনন্য উচ্চতায় উঠেছে। বর্তমান সরকার দেশের তথা দেশের মানুষের কল্যাণে বিরামহীনভাবে কাজ করে চলেছে। সংবিধান দিবস পালনের উদ্যোগ নিয়ে দেশের সাধারণ মানুষদের দেশের সর্বোচ্চ আইন এবং অধিকার সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

জীবননগর:
চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় সংবিধান দিবস-২০২২ পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, সাংবাদিক মিঠুন মাহমুদ, চাষী রমজান আলী প্রমুখ।

মেহেরপুর:
মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের নেতৃত্ব শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় অন্যদের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, এনডিসি গোলাম রাব্বানীসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ:
ঝিনাইদহে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এরপর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মনিরা বেগম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সরকারি কৌসুলী বিকাশ কুমার ঘোষ, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, পরিবেশবিদ মাসুদ আহম্মেদ সঞ্জু ও অ্যাড. সালমা ইয়াছমিন বক্তব্য দেন। এসময় বক্তারা দেশের মানুষের অধিকার বাস্তবায়নে সর্বস্তরে সংবিধানের সঠিক চর্চা ও জনগণকে সংবিধান সম্পর্কে ধারণা দেওয়ার আহ্বান জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নানা আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় সংবিধান দিবস পালন

আপলোড টাইম : ০৫:০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন: নানা আয়োজনের মধ্যদিয়ে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে পৃথকভাবে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।

চুয়াডাঙ্গা:
‘এই সংবিধান শহীদের রক্তে লিখিত, এ সংবিধান সমগ্র জনগণের আশা-আকাক্সক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে।’ গণপরিষদে সংবিধানের ওপর দেওয়া বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ উক্তি স্মরণ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের সংবিধান কেবল বাংলাদেশের সর্বোচ্চ আইনই নয়, সংবিধানে বাংলাদেশ নামের রাষ্ট্রের মূল চরিত্র বর্ণিত রয়েছে। কীভাবে পরিচালিত হবে দেশ তার বিস্তারিত যেমন বর্ণিত, তেমনই দেশের মানুষের অধিকারও সংরক্ষিত এই সংবিধানে। ফলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকেও সংবিধান পড়ে কর্তব্য এবং অধিকার সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।

গতকাল শুক্রবার ছিল জাতীয় সংবিধান দিবস। এ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সাবেক অধ্যক্ষ মো. কামরুজ্জামান, জাতীয় গোয়েন্দা সংস্থার চুয়াডাঙ্গা উপ-পরিচালক জামিল সিদ্দিক ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

সরকারি কলেজের উপাধ্যক্ষ রেজউল করিম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিনসহ জেলার বিভিন্ন পর্যায়ের সুধী, জেলা পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে আরও বলেন, দেশের সংবিধান সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠাগারে যেমন রাখা সম্ভব হলে শিক্ষার্থীরা উপকৃত হবে। দেশের প্রজন্ম যতো সচেতন হবে, জাতির ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে। সরকার স্বাধীনতার ৫০ বছর পর হলেও জাতীয় সংবিধান দিবস পালনের যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসার দাবিদার। এ দিবস পালনের মাধ্যমে দেশের মানুষ সংবিধান সম্পর্কে অধিকতর জানতে পারবে বলে আমার বিশ^াস।

বিশেষ অতিথির বক্তব্যে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, বিগত দিনে নানা সময়ে কিছু স্বার্থান্বেষী মহল সংবিধানে সংশোধনীর নামে নিজেদের স্বার্থ হাসিল করলেও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংবিধানকে সম্মুন্নত রেখে দেশের অগ্রযাত্রা তরান্বিত করে চলেছে। বিশ^ দরবারে আমাদের দেশ অনন্য উচ্চতায় উঠেছে। বর্তমান সরকার দেশের তথা দেশের মানুষের কল্যাণে বিরামহীনভাবে কাজ করে চলেছে। সংবিধান দিবস পালনের উদ্যোগ নিয়ে দেশের সাধারণ মানুষদের দেশের সর্বোচ্চ আইন এবং অধিকার সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

জীবননগর:
চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় সংবিধান দিবস-২০২২ পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, সাংবাদিক মিঠুন মাহমুদ, চাষী রমজান আলী প্রমুখ।

মেহেরপুর:
মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের নেতৃত্ব শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় অন্যদের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, এনডিসি গোলাম রাব্বানীসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ:
ঝিনাইদহে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এরপর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মনিরা বেগম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সরকারি কৌসুলী বিকাশ কুমার ঘোষ, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, পরিবেশবিদ মাসুদ আহম্মেদ সঞ্জু ও অ্যাড. সালমা ইয়াছমিন বক্তব্য দেন। এসময় বক্তারা দেশের মানুষের অধিকার বাস্তবায়নে সর্বস্তরে সংবিধানের সঠিক চর্চা ও জনগণকে সংবিধান সম্পর্কে ধারণা দেওয়ার আহ্বান জানান।