ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

নানা আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • / ২৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার পৃথকভাবে দিবসটি পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘তামাক নয়, খাদ্য ফলান’।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, মেডিকেল অফিসার ডা. শারমিন সুলতানা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ, ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন, প্রত্যাশা এনজিও সংস্থার কর্মকর্তা আব্দুর রহমান, সহকারী শিক্ষা অফিসার বখতিয়ার হোসেন, মডেল মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মুনি, সাংবাদিক আতিয়ার রহমান, ফিরোজ ইফতেখার, শরিফুল ইসলাম, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস,অর্পিতা পাল, স্কাউট লিডার তন্ময় কুমার, রুদ্র ইসলাম প্রমুখ।

জীবননগর:
‘তামাক নয়, খাদ্য ফলান’ প্রতিপাদ্যে জীবননগরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।
তিনি বলেন, ‘তামাক পান, আর বিষপান একই। তামাক গ্রহণের ফলে আমাদের শরীরের ভেতর কী ক্ষতি হচ্ছে, সেটা আমরা সাদা চোখে দেখতে পাই না। আমরা অনুধাবন করলে হয়ত কিছুটা বুঝতে পারব।’ তিথি মিত্র আরও বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম. তখন শুনতাম দারিদ্র্যের দুষ্ঠুচক্র। আমার কাছে যেটা মনে হয়, আমরা দারিদ্র্যের দুষ্টচক্র থেকে আমরা কম বেশি বের হতে পেরেছি। তামাক বা মাদক এটিও কিন্তু দুষ্টচক্র। এর পরিণতি ভয়াবহ। দারিদ্র্য থেকে মানুষ চাইলেই অবস্থার উন্নতি করতে পারে বা অন্যের সহযোগিতা নিয়ে কিছুটা ভালো থাকতে পারে। কিন্তু মাদক বা তামাক আসক্ত যারা, তারা এতো সহজে বের হতে পারে না।’

তিথি মিত্র বলেন, ‘আমি যখন ফরিদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলাম, তখন ডিসি সারের নির্দেশে ছদ্মবেশে অভিযানে যেতাম। তখন আমার যেটা অভিজ্ঞাতা হয়েছে, আমি দেখেছি যে, অনেকেই সিগারেট খাওয়াকে স্মার্ট মনে করে। যেমন এখনকার ইয়ং জেনারেশনের হাতে মোবাইল না থাকলে মনে করে আমি পিছিয়ে আছি। যদি কারো কাছে তামাক জাতীয় কিছু থাকে, তাহলে সে নিজেকে হিরো মনে করে। আমাদের এ ধারণা থেকে বের হয়ে আসতে হবে।’

সভায় প্রধান অতিথির বক্তব্যে জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান বলেন, ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তামাকও মাদকের একটি অংশ। আমি যদি ধূমপান করি, এতে আমার পরিবারের সদস্যরাও ক্ষতিগ্রস্ত হবে। এক পরিবারে যদি একজন মাদকসেবী থাকে, তাহলে সেই পরিবার ধ্বংস করার জন্য যথেষ্ট। আমরা ২০৪১ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। এ কাজে সকলকে এগিয়ে আসতে হবে।’

সভায় বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) মতিয়ার রহমান। এছাড়া জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমানসহ স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

মেহেরপুর:
মেহেরপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মানব উন্নয়ন কেন্দ্র (মউক)-এর জেলা কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে মউক হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এইড ফাউন্ডেশনের সহায়তায় ও মউক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মউকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন। অন্যান্যের মধ্যে প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা, শিরিন আক্তার ও আব্দুল করিম উপস্থিত থেকে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তারা ‘তামাক নয়, খাদ্য ফলান’ এই প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করেন এবং স্থানীয় জনগণকে আলোচনার মাধ্যমে সচেতনতা সৃষ্টিতে সকলকে তামাক মুক্ত পরিবার গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। এর পূর্বে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপিতে মউক কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মানব উন্নয়ন কেন্দ্র মউকসহ বিভিন্ন বয়স ও পেশার নারী-পুরুষসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন মানবাধিকার কর্মী ও সিনিয়র সাংবাদিক সাদ আহাম্মদ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নানা আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

আপলোড টাইম : ১১:৫৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার পৃথকভাবে দিবসটি পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘তামাক নয়, খাদ্য ফলান’।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, মেডিকেল অফিসার ডা. শারমিন সুলতানা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ, ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন, প্রত্যাশা এনজিও সংস্থার কর্মকর্তা আব্দুর রহমান, সহকারী শিক্ষা অফিসার বখতিয়ার হোসেন, মডেল মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মুনি, সাংবাদিক আতিয়ার রহমান, ফিরোজ ইফতেখার, শরিফুল ইসলাম, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস,অর্পিতা পাল, স্কাউট লিডার তন্ময় কুমার, রুদ্র ইসলাম প্রমুখ।

জীবননগর:
‘তামাক নয়, খাদ্য ফলান’ প্রতিপাদ্যে জীবননগরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।
তিনি বলেন, ‘তামাক পান, আর বিষপান একই। তামাক গ্রহণের ফলে আমাদের শরীরের ভেতর কী ক্ষতি হচ্ছে, সেটা আমরা সাদা চোখে দেখতে পাই না। আমরা অনুধাবন করলে হয়ত কিছুটা বুঝতে পারব।’ তিথি মিত্র আরও বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম. তখন শুনতাম দারিদ্র্যের দুষ্ঠুচক্র। আমার কাছে যেটা মনে হয়, আমরা দারিদ্র্যের দুষ্টচক্র থেকে আমরা কম বেশি বের হতে পেরেছি। তামাক বা মাদক এটিও কিন্তু দুষ্টচক্র। এর পরিণতি ভয়াবহ। দারিদ্র্য থেকে মানুষ চাইলেই অবস্থার উন্নতি করতে পারে বা অন্যের সহযোগিতা নিয়ে কিছুটা ভালো থাকতে পারে। কিন্তু মাদক বা তামাক আসক্ত যারা, তারা এতো সহজে বের হতে পারে না।’

তিথি মিত্র বলেন, ‘আমি যখন ফরিদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলাম, তখন ডিসি সারের নির্দেশে ছদ্মবেশে অভিযানে যেতাম। তখন আমার যেটা অভিজ্ঞাতা হয়েছে, আমি দেখেছি যে, অনেকেই সিগারেট খাওয়াকে স্মার্ট মনে করে। যেমন এখনকার ইয়ং জেনারেশনের হাতে মোবাইল না থাকলে মনে করে আমি পিছিয়ে আছি। যদি কারো কাছে তামাক জাতীয় কিছু থাকে, তাহলে সে নিজেকে হিরো মনে করে। আমাদের এ ধারণা থেকে বের হয়ে আসতে হবে।’

সভায় প্রধান অতিথির বক্তব্যে জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান বলেন, ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তামাকও মাদকের একটি অংশ। আমি যদি ধূমপান করি, এতে আমার পরিবারের সদস্যরাও ক্ষতিগ্রস্ত হবে। এক পরিবারে যদি একজন মাদকসেবী থাকে, তাহলে সেই পরিবার ধ্বংস করার জন্য যথেষ্ট। আমরা ২০৪১ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। এ কাজে সকলকে এগিয়ে আসতে হবে।’

সভায় বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) মতিয়ার রহমান। এছাড়া জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমানসহ স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

মেহেরপুর:
মেহেরপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মানব উন্নয়ন কেন্দ্র (মউক)-এর জেলা কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে মউক হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এইড ফাউন্ডেশনের সহায়তায় ও মউক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মউকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন। অন্যান্যের মধ্যে প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা, শিরিন আক্তার ও আব্দুল করিম উপস্থিত থেকে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তারা ‘তামাক নয়, খাদ্য ফলান’ এই প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করেন এবং স্থানীয় জনগণকে আলোচনার মাধ্যমে সচেতনতা সৃষ্টিতে সকলকে তামাক মুক্ত পরিবার গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। এর পূর্বে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপিতে মউক কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মানব উন্নয়ন কেন্দ্র মউকসহ বিভিন্ন বয়স ও পেশার নারী-পুরুষসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন মানবাধিকার কর্মী ও সিনিয়র সাংবাদিক সাদ আহাম্মদ।