ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

ধান খেতে ছাগল, প্রতিবাদকারীকে মারধর!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • / ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
জীবননগরে ছাগলে ধানখেত খাওয়ার প্রতিবাদ করায় আমিরুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে জীবননর উপজেলার সেনেরহুদা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় আমিরুল ইসলামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালে ভর্তি করে। আহত আমিরুল ইসলাম জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাঝেরপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
আহত আবুল হোসেনের স্ত্রী নূর জাহান বলেন, ‘কয়েকদিন যাবত প্রতিবেশী আজুব্বার ওরফে টিক্কার ছেলে রাজনের ছাগলে আমাদের ধানখেত খেয়ে নষ্ট করছে। গতকাল আমার স্বামী রাজনকে তাদের ছাগলে ধানখেত নষ্ট করার বিষয়ে জানায় এবং ছাগলটি বেঁধে রাখতে বলে। এসময় রাজনের সঙ্গে আমার স্বামীর বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই একপর্যায়ে রাজন ও তার মা রিনা বেগম দুজন মিলে আমার স্বামীকে পিটিয়ে আহত করে। পরে আমরা তাকে হাপসাতালে ভর্তি করি।’
এবিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘সন্ধ্যা ছয়টার দিকে পরিবারের সদস্যরা আমিরুল ইসলাম নামের এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসে। আমিরুলের শরীরের বিভিন্নস্থনে আঘাতের চিহ্ন ছিল। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ধান খেতে ছাগল, প্রতিবাদকারীকে মারধর!

আপলোড টাইম : ০৯:০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক:
জীবননগরে ছাগলে ধানখেত খাওয়ার প্রতিবাদ করায় আমিরুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে জীবননর উপজেলার সেনেরহুদা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় আমিরুল ইসলামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালে ভর্তি করে। আহত আমিরুল ইসলাম জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাঝেরপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
আহত আবুল হোসেনের স্ত্রী নূর জাহান বলেন, ‘কয়েকদিন যাবত প্রতিবেশী আজুব্বার ওরফে টিক্কার ছেলে রাজনের ছাগলে আমাদের ধানখেত খেয়ে নষ্ট করছে। গতকাল আমার স্বামী রাজনকে তাদের ছাগলে ধানখেত নষ্ট করার বিষয়ে জানায় এবং ছাগলটি বেঁধে রাখতে বলে। এসময় রাজনের সঙ্গে আমার স্বামীর বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই একপর্যায়ে রাজন ও তার মা রিনা বেগম দুজন মিলে আমার স্বামীকে পিটিয়ে আহত করে। পরে আমরা তাকে হাপসাতালে ভর্তি করি।’
এবিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘সন্ধ্যা ছয়টার দিকে পরিবারের সদস্যরা আমিরুল ইসলাম নামের এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসে। আমিরুলের শরীরের বিভিন্নস্থনে আঘাতের চিহ্ন ছিল। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’