ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

দুবাইয়ে সম্মাননা পেলেন চুয়াডাঙ্গার সাংবাদিক এস এম শাফায়েত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • / ৩৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
দুবাই বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ দুটি সম্মাননা পেয়েছেন চুয়াডাঙ্গার সন্তান, আরটিভি ও মানবজমিনের ইউএই প্রতিনিধি, প্রবাসী সাংবাদিক এস এম শাফায়েত। দুবাই বাংলাদেশে কনস্যুলেট আয়োজিত তিন দিনব্যাপী বাংলাদেশের বিজয় উৎসব ও দ্বিতীয় বাংলাদেশ বইমেলার শেষ দিন দেশটিতে কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মীর মধ্যে কনস্যুলেট জেনারেল মনোনীত ১৫ জনকে দেওয়া হয় এই বিশেষ সম্মাননা।

দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সাংবাদিক শাফায়েতের হাতে সম্মাননাপত্র ও উত্তরীয় পরিয়ে দেন এমিরেটাস অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জীব বিজ্ঞানি ড. রেজা খান, কবি ও লেখক শিহাব শাহরিয়ার। এদিন খ্যাতিমান নাট্যকর মাসুম রেজার রচনা ও পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মঞ্চায়িত নাটক ‘জনকের অনন্তযাত্রায়’ অভিনয়ের জন্য নাট্যকর্মী সম্মাননা দেওয়া হয় শাফায়েতকে।
একসঙ্গে দুটি সম্মাননা প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করে এস এম শাফায়েত বলেন, ‘যে কোনো প্রাপ্তি আনন্দের। সেই সঙ্গে বাড়িয়ে দেয় দায়িত্ব। আমি আমার ওপর অর্পিত যে কোনো দায়িত্ব যথাযথভাবে পালনে বিশ্বাসী। আগামী দিনে আরও অনেক কিছু করার আছে। চুয়াডাঙ্গা আমার আতুরঘর, আপনারা আমার অনুপ্রেরণা। আমার সকল ভালো কাজ আর সফলতার অংশীদার আপনারা। আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, প্রবাসী সাংবাদিক এস এম শাফায়েত চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণের সাবেক বিশেষ প্রতিবেদক ও দৈনিক আকাশ খবরের স্টাফ রিপোর্টার ছিলেন। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি হিসেবে স্যাটেলাইট টেলিভিশন আরটিভি ও জাতীয় দৈনিক মানবজমিনে কর্মরত রয়েছেন। তিনি চুয়াডাঙ্গার জীবননগ উপজেলার উথলী গ্রামের আহম্মদ উল্লাহ ও রাজিয়া আহম্মদের বড় পুত্র।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দুবাইয়ে সম্মাননা পেলেন চুয়াডাঙ্গার সাংবাদিক এস এম শাফায়েত

আপলোড টাইম : ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
দুবাই বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ দুটি সম্মাননা পেয়েছেন চুয়াডাঙ্গার সন্তান, আরটিভি ও মানবজমিনের ইউএই প্রতিনিধি, প্রবাসী সাংবাদিক এস এম শাফায়েত। দুবাই বাংলাদেশে কনস্যুলেট আয়োজিত তিন দিনব্যাপী বাংলাদেশের বিজয় উৎসব ও দ্বিতীয় বাংলাদেশ বইমেলার শেষ দিন দেশটিতে কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মীর মধ্যে কনস্যুলেট জেনারেল মনোনীত ১৫ জনকে দেওয়া হয় এই বিশেষ সম্মাননা।

দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সাংবাদিক শাফায়েতের হাতে সম্মাননাপত্র ও উত্তরীয় পরিয়ে দেন এমিরেটাস অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জীব বিজ্ঞানি ড. রেজা খান, কবি ও লেখক শিহাব শাহরিয়ার। এদিন খ্যাতিমান নাট্যকর মাসুম রেজার রচনা ও পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মঞ্চায়িত নাটক ‘জনকের অনন্তযাত্রায়’ অভিনয়ের জন্য নাট্যকর্মী সম্মাননা দেওয়া হয় শাফায়েতকে।
একসঙ্গে দুটি সম্মাননা প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করে এস এম শাফায়েত বলেন, ‘যে কোনো প্রাপ্তি আনন্দের। সেই সঙ্গে বাড়িয়ে দেয় দায়িত্ব। আমি আমার ওপর অর্পিত যে কোনো দায়িত্ব যথাযথভাবে পালনে বিশ্বাসী। আগামী দিনে আরও অনেক কিছু করার আছে। চুয়াডাঙ্গা আমার আতুরঘর, আপনারা আমার অনুপ্রেরণা। আমার সকল ভালো কাজ আর সফলতার অংশীদার আপনারা। আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, প্রবাসী সাংবাদিক এস এম শাফায়েত চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণের সাবেক বিশেষ প্রতিবেদক ও দৈনিক আকাশ খবরের স্টাফ রিপোর্টার ছিলেন। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি হিসেবে স্যাটেলাইট টেলিভিশন আরটিভি ও জাতীয় দৈনিক মানবজমিনে কর্মরত রয়েছেন। তিনি চুয়াডাঙ্গার জীবননগ উপজেলার উথলী গ্রামের আহম্মদ উল্লাহ ও রাজিয়া আহম্মদের বড় পুত্র।