ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

দামুড়হুদা ফকিরপাড়ায় মাটি কাটার মহোৎসব!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:২০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • / ৩৪ বার পড়া হয়েছে


মোজাম্মেল শিশির, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার ফকিরপাড়ায় সরকারি নিয়মনীতি উপেক্ষা করে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহের রিপনসহ কয়েকজন ভূমি দস্যু মাটি কাটার মহোৎসবে মেতেছেন বলে অভিযোগ উঠেছে। তাদের প্রতিনিয়ত মাটি কাটার ফলে নষ্ট হচ্ছে ফসলি জমি। আর মাটি ভর্তি ট্রাক্টরের চলাচলে সাধরণ গ্রামবাসীকে পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। এ থেকে পরিত্রাণ পেতে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা আক্তারের হস্তক্ষেপ কামনা করেছে অত্র এলাকাবাসী।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসীর অনেকে জানান, ‘চুয়াডাঙ্গা জেলা সদরের ভিমরুল্লাহের খুদে আলীর ছেলে রিপন ফকিরপাড়া গ্রামের স্কুলমাঠে সরকারী বিধি-নিষেধ অমান্য করে অবৈধভাবে বিভিন্ন মানুষের কাছে প্রায় ৪ বিঘা জমির মাটি ক্রয় করে ড্রেজার মেশিন ভিড়িয়ে তা কাটছে। এছাড়া এই মাটি বহনে প্রায় ২০টি টাক্ট্রর প্রতিদিনি গ্রামের মধ্যে দাঁপিয়ে বেড়াচ্ছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত টাক্ট্ররগুলো মাটি ভর্তি করে বেপরোয়াভাবে চলাচল করে। এতে ওই গ্রামে বসবাসকারী শিশুসহ সাধারণ মানুষকে পোহাতে হয় নানা যন্ত্রণা। এছাড়া ছোট-খাটো দুর্ঘটনা তো প্রায় ঘটেই। তাছাড়া নষ্ট হচ্ছে সড়কও।’

এবিষয়ে জানতে রিপনের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, ‘আমি জমি কিনে মাটি বিক্রি করি। এটাই আমার ব্যবসা। আর সব সাংবাদিকদের সাথে সর্ম্পক ভালো হওয়ায়, সবাইকে ম্যানেজ করেও চলি। আপনিও আমার সাথে দেখা করেন ব্যবস্থা হয়ে যাবে।’

এবিষয়ে দামুড়হুদা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা আক্তার বলেন, ‘সরকারি নিয়মভঙ্গ করে মাটি কাটা হলে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি নিয়মভঙ্গকারীদের কোন ছাড় দেওয়া হবে না।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদা ফকিরপাড়ায় মাটি কাটার মহোৎসব!

আপলোড টাইম : ০২:২০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২


মোজাম্মেল শিশির, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার ফকিরপাড়ায় সরকারি নিয়মনীতি উপেক্ষা করে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহের রিপনসহ কয়েকজন ভূমি দস্যু মাটি কাটার মহোৎসবে মেতেছেন বলে অভিযোগ উঠেছে। তাদের প্রতিনিয়ত মাটি কাটার ফলে নষ্ট হচ্ছে ফসলি জমি। আর মাটি ভর্তি ট্রাক্টরের চলাচলে সাধরণ গ্রামবাসীকে পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। এ থেকে পরিত্রাণ পেতে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা আক্তারের হস্তক্ষেপ কামনা করেছে অত্র এলাকাবাসী।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসীর অনেকে জানান, ‘চুয়াডাঙ্গা জেলা সদরের ভিমরুল্লাহের খুদে আলীর ছেলে রিপন ফকিরপাড়া গ্রামের স্কুলমাঠে সরকারী বিধি-নিষেধ অমান্য করে অবৈধভাবে বিভিন্ন মানুষের কাছে প্রায় ৪ বিঘা জমির মাটি ক্রয় করে ড্রেজার মেশিন ভিড়িয়ে তা কাটছে। এছাড়া এই মাটি বহনে প্রায় ২০টি টাক্ট্রর প্রতিদিনি গ্রামের মধ্যে দাঁপিয়ে বেড়াচ্ছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত টাক্ট্ররগুলো মাটি ভর্তি করে বেপরোয়াভাবে চলাচল করে। এতে ওই গ্রামে বসবাসকারী শিশুসহ সাধারণ মানুষকে পোহাতে হয় নানা যন্ত্রণা। এছাড়া ছোট-খাটো দুর্ঘটনা তো প্রায় ঘটেই। তাছাড়া নষ্ট হচ্ছে সড়কও।’

এবিষয়ে জানতে রিপনের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, ‘আমি জমি কিনে মাটি বিক্রি করি। এটাই আমার ব্যবসা। আর সব সাংবাদিকদের সাথে সর্ম্পক ভালো হওয়ায়, সবাইকে ম্যানেজ করেও চলি। আপনিও আমার সাথে দেখা করেন ব্যবস্থা হয়ে যাবে।’

এবিষয়ে দামুড়হুদা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা আক্তার বলেন, ‘সরকারি নিয়মভঙ্গ করে মাটি কাটা হলে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি নিয়মভঙ্গকারীদের কোন ছাড় দেওয়া হবে না।’