ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় গরুসহ পাঁচ গরু চোর আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রাম থেকে গরু চুরির অভিযোগে পাঁচ গরু চোরকে আটক করেছে পুলিশ। গত বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে কোমরপুর মাঠ থেকে চোরাই একটি লাল গরুসহ স্থানীয় জনগণ উদ্ধার করে পুলিশে সৌপর্দ করে। এ ঘটনায় আব্দুল রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা যায়, দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল রহমানের গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। পরে রাতের আধারে গ্রামের আশপাশে ঘোরাঘুরি অবস্থায় একই গ্রামের আ. সাত্তারের ছেলে ঈদ্রীস আলী (২৩), আবুল হাশেমের ছেলে সাইফুল (২০), সাইফুলের ছেলে আজাবুল (১৯), সহিদুলের ছেলে বিপ্লব (১৬) ও জহিরুলের ছেলে উজ্জ্বলকে (১৫) স্থানীরা ধরে উত্তমমাধ্যম দিয়ে দামুড়হুদা মডেল থানার এসআই মশিউর রহমানের হাতে তুলে দেন। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল রহমান বাদী হয়ে একটা চুরির মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক পাঁচ আসামিকে গতকাল বৃহস্পতিবার চুরির মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আর উদ্ধার হওয়া গরুটি পুলিশ হেফাজতে আছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় গরুসহ পাঁচ গরু চোর আটক

আপলোড টাইম : ১১:০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২

প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রাম থেকে গরু চুরির অভিযোগে পাঁচ গরু চোরকে আটক করেছে পুলিশ। গত বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে কোমরপুর মাঠ থেকে চোরাই একটি লাল গরুসহ স্থানীয় জনগণ উদ্ধার করে পুলিশে সৌপর্দ করে। এ ঘটনায় আব্দুল রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা যায়, দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল রহমানের গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। পরে রাতের আধারে গ্রামের আশপাশে ঘোরাঘুরি অবস্থায় একই গ্রামের আ. সাত্তারের ছেলে ঈদ্রীস আলী (২৩), আবুল হাশেমের ছেলে সাইফুল (২০), সাইফুলের ছেলে আজাবুল (১৯), সহিদুলের ছেলে বিপ্লব (১৬) ও জহিরুলের ছেলে উজ্জ্বলকে (১৫) স্থানীরা ধরে উত্তমমাধ্যম দিয়ে দামুড়হুদা মডেল থানার এসআই মশিউর রহমানের হাতে তুলে দেন। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল রহমান বাদী হয়ে একটা চুরির মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক পাঁচ আসামিকে গতকাল বৃহস্পতিবার চুরির মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আর উদ্ধার হওয়া গরুটি পুলিশ হেফাজতে আছে।