ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় একটি পরিবারকে মিথ্যা মামলায় হয়রানি ও জোরপূর্বক জমি দখলের অভিযোগ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৩৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার একটি পরিবারকে বারবার মিথ্যা মামলায় হয়রানি ও জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে মমজেত হোসেন ও তার ছেলের বউ রহিমা খাতুনের বিরুদ্ধে। হয়রানি থেকে থেকে মুক্তি পেতে প্রশাসনের দারস্ত হয়েছে ভুক্তভুগীরা বলেও জানা গেছে।
ভুক্তভোগীরা জানায়, ‘দামুড়হুদা বাসস্ট্যান্ডে সংলগ্ন ৩৬ শতাংশ উত্তরাধিকার সূত্রে জমির মালিক জয়রামপুর চৌধুরীপাড়ার মৃত মেম্বার আফজাল হোসেনের ছেলে ও নাতনিরা। দশমি ৬৩ মৌজায় যার দাগ নাম্বার -৪১৮ ও খতিয়ান জং ৩৬। মৃত আফজাল হোসেনের ছেলেরা বর্তমানে রেকর্ডিও জমিতে দোকান ঘর নির্মাণের জন্য গেলে মমজেত হোসেন ও তার ছেলের বউ রহিমা খাতুন লোকজন নিয়ে কাজে বাধা সৃষ্টি করে। ২০১১ সালে মমজেত হোসেন মৃত আফজাল মেম্বারের বেয়াই হায়দারের কাছ থেকে ৭ শতক ৪৩ পয়েন্ট জমি ক্রয় করেন। সে তার পুরো জমিতে তিনতলা বাড়ি নির্মাণ করলে তাকে চলাচলের জন্য মসজিদের সামনে দিয়ে ৫ ফুট প্রশস্ত রাস্তা দেয় মৃত আফজাল হোসেলের ছেলেরা। কিন্তু এখন তিনি সেই রাস্তায় চলাচল না করে রেজাউল করিম ও মজিবর রহমান গং এর ২ কাঠা জমি দখল করে রাস্তা তৈরীর চেষ্টা করছেন। এতে বাধা দিতে গেলে মমজেত হোসেন তার লোকজন মৃত আফজাল হোসেনের ছেলে রেজাউল করিম ও মজিবর হোসেনকে মারধর করার চেষ্টা করে। ইতিপূর্বে ২০১৬ সালে মমজেত হোসেন বিজ্ঞ আদালতে জমির মালিক মজিবরের নামে রাস্তার দাবিতে একটি মামলা দায়ের করেছিলেন। যেটা তদন্ত শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট খারিজ করে দেন এবং মৃত আফজাল হোসেন মেম্বারের উত্তরাধিকারের পক্ষে রায় ঘোষণা করেন। যার মামলা নং পিটিশন কেস নং ঢ়-৫২/২০১৬। বারবার মামলায় হেরে যাবার পরে এবার নতুন করে দামুড়হুদা থানায় গত বৃহস্পতিবার সরকারি রাস্তার জায়গায় প্রাচীর নির্মাণের মিথ্যা অভিযোগ এনে জমির মালিক মজিবরের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। যা প্রাচীরটি নির্মাণ করেছে পাশের জমির মালিক মৃত মবজেলের ছেলে মহিদুল ইসলাম।’
এ ঘটনায় দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদোস ওয়াহিদ বলেন, ‘জমি সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। দুই পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করবো।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় একটি পরিবারকে মিথ্যা মামলায় হয়রানি ও জোরপূর্বক জমি দখলের অভিযোগ!

আপলোড টাইম : ০৭:৩৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২

সমীকরণ প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার একটি পরিবারকে বারবার মিথ্যা মামলায় হয়রানি ও জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে মমজেত হোসেন ও তার ছেলের বউ রহিমা খাতুনের বিরুদ্ধে। হয়রানি থেকে থেকে মুক্তি পেতে প্রশাসনের দারস্ত হয়েছে ভুক্তভুগীরা বলেও জানা গেছে।
ভুক্তভোগীরা জানায়, ‘দামুড়হুদা বাসস্ট্যান্ডে সংলগ্ন ৩৬ শতাংশ উত্তরাধিকার সূত্রে জমির মালিক জয়রামপুর চৌধুরীপাড়ার মৃত মেম্বার আফজাল হোসেনের ছেলে ও নাতনিরা। দশমি ৬৩ মৌজায় যার দাগ নাম্বার -৪১৮ ও খতিয়ান জং ৩৬। মৃত আফজাল হোসেনের ছেলেরা বর্তমানে রেকর্ডিও জমিতে দোকান ঘর নির্মাণের জন্য গেলে মমজেত হোসেন ও তার ছেলের বউ রহিমা খাতুন লোকজন নিয়ে কাজে বাধা সৃষ্টি করে। ২০১১ সালে মমজেত হোসেন মৃত আফজাল মেম্বারের বেয়াই হায়দারের কাছ থেকে ৭ শতক ৪৩ পয়েন্ট জমি ক্রয় করেন। সে তার পুরো জমিতে তিনতলা বাড়ি নির্মাণ করলে তাকে চলাচলের জন্য মসজিদের সামনে দিয়ে ৫ ফুট প্রশস্ত রাস্তা দেয় মৃত আফজাল হোসেলের ছেলেরা। কিন্তু এখন তিনি সেই রাস্তায় চলাচল না করে রেজাউল করিম ও মজিবর রহমান গং এর ২ কাঠা জমি দখল করে রাস্তা তৈরীর চেষ্টা করছেন। এতে বাধা দিতে গেলে মমজেত হোসেন তার লোকজন মৃত আফজাল হোসেনের ছেলে রেজাউল করিম ও মজিবর হোসেনকে মারধর করার চেষ্টা করে। ইতিপূর্বে ২০১৬ সালে মমজেত হোসেন বিজ্ঞ আদালতে জমির মালিক মজিবরের নামে রাস্তার দাবিতে একটি মামলা দায়ের করেছিলেন। যেটা তদন্ত শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট খারিজ করে দেন এবং মৃত আফজাল হোসেন মেম্বারের উত্তরাধিকারের পক্ষে রায় ঘোষণা করেন। যার মামলা নং পিটিশন কেস নং ঢ়-৫২/২০১৬। বারবার মামলায় হেরে যাবার পরে এবার নতুন করে দামুড়হুদা থানায় গত বৃহস্পতিবার সরকারি রাস্তার জায়গায় প্রাচীর নির্মাণের মিথ্যা অভিযোগ এনে জমির মালিক মজিবরের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। যা প্রাচীরটি নির্মাণ করেছে পাশের জমির মালিক মৃত মবজেলের ছেলে মহিদুল ইসলাম।’
এ ঘটনায় দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদোস ওয়াহিদ বলেন, ‘জমি সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। দুই পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করবো।’