ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার নাপিতখালি গ্রামে ইজিবাইকের ধাক্কায় লামিয়া খাতুন (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু লামিয়া খাতুন নাপিতখালি গ্রামের নাজমুল হোসেনের মেয়ে ও বদনপুর মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদার নাপিতখালি পশ্চিমপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু লামিয়া রাস্তার পাশে খেলা করছিল। এমন সময় রাস্তা পার হতে গেলে দামুড়হুদা স্টেডিয়াম পাড়ার আনোয়ার হোসেন পিণ্টুর ইজিবাইকের সাথে ধাক্কা লেগে মাটিতে ছিটকে পড়ে লামিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্য হয়। নিহতর পরিবারের লোকজন ও এলাকাবাসী ইজিবাইক চালক আনোয়ার হোসেন পিণ্টুকে আটকে রেখে পুলিশকে খবর দেন। পরে দামুড়হুদা মডেল থানার এসআই মশিউর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইজিবাইক ও চালক আনোয়ার হোসেন পিণ্টুকে থানা হেফাজতে নেন।

পরে নিহত পরিবারের নিকট থেকে কোনো অভিযোগ না থাকায় ইজিবাইক চালককে ছেড়ে দেয় এবং ময়নাতদন্ত ছাড়ায় নিহত পরিবারের নিকট লাশ হস্তান্তর করে দামুড়হুদা মডেল থানার পুলিশ। ওই দিনই মাগরিবের নামাজের পর নিহতর জানাযা শেষে নাপিতখালি কবরস্থানে শিশু লামিয়ার লাশ দাফন করা হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, অপারেশন) বাবর আলী জানান, উভয় পক্ষের কারো কোনো অভিযোগ না থাকায় লাশ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

আপলোড টাইম : ০৮:৩৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার নাপিতখালি গ্রামে ইজিবাইকের ধাক্কায় লামিয়া খাতুন (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু লামিয়া খাতুন নাপিতখালি গ্রামের নাজমুল হোসেনের মেয়ে ও বদনপুর মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদার নাপিতখালি পশ্চিমপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু লামিয়া রাস্তার পাশে খেলা করছিল। এমন সময় রাস্তা পার হতে গেলে দামুড়হুদা স্টেডিয়াম পাড়ার আনোয়ার হোসেন পিণ্টুর ইজিবাইকের সাথে ধাক্কা লেগে মাটিতে ছিটকে পড়ে লামিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্য হয়। নিহতর পরিবারের লোকজন ও এলাকাবাসী ইজিবাইক চালক আনোয়ার হোসেন পিণ্টুকে আটকে রেখে পুলিশকে খবর দেন। পরে দামুড়হুদা মডেল থানার এসআই মশিউর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইজিবাইক ও চালক আনোয়ার হোসেন পিণ্টুকে থানা হেফাজতে নেন।

পরে নিহত পরিবারের নিকট থেকে কোনো অভিযোগ না থাকায় ইজিবাইক চালককে ছেড়ে দেয় এবং ময়নাতদন্ত ছাড়ায় নিহত পরিবারের নিকট লাশ হস্তান্তর করে দামুড়হুদা মডেল থানার পুলিশ। ওই দিনই মাগরিবের নামাজের পর নিহতর জানাযা শেষে নাপিতখালি কবরস্থানে শিশু লামিয়ার লাশ দাফন করা হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, অপারেশন) বাবর আলী জানান, উভয় পক্ষের কারো কোনো অভিযোগ না থাকায় লাশ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।