ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় ইজিবাইকের ধাক্কায় মাদরাসা ছাত্রের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

দামুড়হুদায় ইজিবাইকের ধাক্কায় সিয়াম হোসেন (১১) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা একটার দিকে দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। নিহত শিশু সিয়াম দামুড়হুদার গোপালপুর গ্রামের দক্ষিণপাড়ার সাইফুল ইসলামের ছেলে ও গোপালপুর দারুল উলুম কওমি মাদরাসার হাফেজ বিভাগের ছাত্র।

জানা যায়, গতকাল দুপুরের খাবার খাওয়ার জন্য মাদরাসা থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিল শিশু সিয়াম। পথের মধ্যে গোপালপুর এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ইজিবাইক তাকে ধাক্কা দেয়। ইজিবাইকের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হয় সে। পরে স্থানীয় ব্যক্তিরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী বখতিয়ার হোসেন নামের এক ব্যক্তি জানান, ‘প্রতিদিনের ন্যায় দুপুরের খাবার খাওয়ার জন্য মাদরাসা থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিল সিয়াম। গোপালপুরের মধ্যে রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এসময় সে রাস্তার ওপর ছিটকে পড়ে রক্তাক্ত জখম হলে তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, ‘দুপুর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক শিশুকে জরুরি বিভাগে নেয় স্থানীয়রা। এসময় জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে অবজারভেশনে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়েছে।’

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘দামুড়হুদা থানাধীন গোপালপুরে রাস্তা পার হওয়ার সময় উজিবাইকের ধাক্কা লাগে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর জখম হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া রাতেই লাশ হস্তান্তর করা হয়।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় ইজিবাইকের ধাক্কায় মাদরাসা ছাত্রের মৃত্যু

আপলোড টাইম : ১২:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক:

দামুড়হুদায় ইজিবাইকের ধাক্কায় সিয়াম হোসেন (১১) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা একটার দিকে দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। নিহত শিশু সিয়াম দামুড়হুদার গোপালপুর গ্রামের দক্ষিণপাড়ার সাইফুল ইসলামের ছেলে ও গোপালপুর দারুল উলুম কওমি মাদরাসার হাফেজ বিভাগের ছাত্র।

জানা যায়, গতকাল দুপুরের খাবার খাওয়ার জন্য মাদরাসা থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিল শিশু সিয়াম। পথের মধ্যে গোপালপুর এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ইজিবাইক তাকে ধাক্কা দেয়। ইজিবাইকের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হয় সে। পরে স্থানীয় ব্যক্তিরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী বখতিয়ার হোসেন নামের এক ব্যক্তি জানান, ‘প্রতিদিনের ন্যায় দুপুরের খাবার খাওয়ার জন্য মাদরাসা থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিল সিয়াম। গোপালপুরের মধ্যে রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এসময় সে রাস্তার ওপর ছিটকে পড়ে রক্তাক্ত জখম হলে তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, ‘দুপুর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক শিশুকে জরুরি বিভাগে নেয় স্থানীয়রা। এসময় জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে অবজারভেশনে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়েছে।’

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘দামুড়হুদা থানাধীন গোপালপুরে রাস্তা পার হওয়ার সময় উজিবাইকের ধাক্কা লাগে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর জখম হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া রাতেই লাশ হস্তান্তর করা হয়।’