ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় মৎস্য চাষ ও নারীদের ছাগল পালন পরিদর্শন করলেন সচিব ড. ফারহীন আহম্মেদ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৫২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
  • / ২৬ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
দামুড়হুদা উপজেলার কাদিপুর গাংপাড়ার মাঠে সৌর সেচ পাম্পের আওতাভুক্ত মৎস্য চাষ ও স্থানীয় নারীদের ছাগল পালন পরিদর্শন করছেন পরিবেশ, বন ও জলবায়ু পরবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহীন আহম্মেদ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব পরিদর্শন শেষে স্থানীয় নারী ও কৃষকদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন তিনি। এরপর সেখান থেকে কুলপালা সৌর সেচ পাম্পের আওতাভুক্ত মৎস্য চাষ ও স্থানীয় নারীদের ছাগল পালন এবং জাতীয় গ্রিডের সাথে বিদ্যুৎ সংযোগ কর্মসূচি পরিদর্শনে বের হন। পরিদর্শন কর্মসূচিটির পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক কিতাব আলী, উপ-সমন্বয়কারী মাহাবুবুর রহমান মুকুল ও আজিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরবর্তন মন্ত্রণালয়ের সদস্যসহ কান্ট্রি ডিরেক্টর দিলরুবা হায়দার (ক্লাইমেট চেঞ্জের বিশেষজ্ঞ), প্রিয়দর্শনী অভি (ক্লাইমেট চেঞ্জের বাংলাদেশ অফিস), ড. ফারহানা আহম্মেদ (সেক্রেটারি পরিবেশ মন্ত্রণালয়), জেসমীন নাহার সিনিয়র সহকারী (সেক্রেটারি ক্লাইমেট চেঞ্জ), সরারাত ইসলাম (যোগাযোগ ইউএন ওমেইন বাংলাদেশ কান্ট্রি অফিস), মিসেস নাওকা মাট্রিনীলস্ (ব্যাক ট্রম ফাস্ট সেক্রেটারি ক্লাইমেট চেঞ্জ সুইডেন), মারিয়া হেড অফ কর্পোরেশন ডেপুটি মিশন (সুইডেন অ্যাম্বাসি), দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা মিতা, সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলকানা, দামুড়হুদা মডেল থানার অফির্সার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় মৎস্য চাষ ও নারীদের ছাগল পালন পরিদর্শন করলেন সচিব ড. ফারহীন আহম্মেদ

আপলোড টাইম : ১২:৫২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩

দর্শনা অফিস:
দামুড়হুদা উপজেলার কাদিপুর গাংপাড়ার মাঠে সৌর সেচ পাম্পের আওতাভুক্ত মৎস্য চাষ ও স্থানীয় নারীদের ছাগল পালন পরিদর্শন করছেন পরিবেশ, বন ও জলবায়ু পরবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহীন আহম্মেদ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব পরিদর্শন শেষে স্থানীয় নারী ও কৃষকদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন তিনি। এরপর সেখান থেকে কুলপালা সৌর সেচ পাম্পের আওতাভুক্ত মৎস্য চাষ ও স্থানীয় নারীদের ছাগল পালন এবং জাতীয় গ্রিডের সাথে বিদ্যুৎ সংযোগ কর্মসূচি পরিদর্শনে বের হন। পরিদর্শন কর্মসূচিটির পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক কিতাব আলী, উপ-সমন্বয়কারী মাহাবুবুর রহমান মুকুল ও আজিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরবর্তন মন্ত্রণালয়ের সদস্যসহ কান্ট্রি ডিরেক্টর দিলরুবা হায়দার (ক্লাইমেট চেঞ্জের বিশেষজ্ঞ), প্রিয়দর্শনী অভি (ক্লাইমেট চেঞ্জের বাংলাদেশ অফিস), ড. ফারহানা আহম্মেদ (সেক্রেটারি পরিবেশ মন্ত্রণালয়), জেসমীন নাহার সিনিয়র সহকারী (সেক্রেটারি ক্লাইমেট চেঞ্জ), সরারাত ইসলাম (যোগাযোগ ইউএন ওমেইন বাংলাদেশ কান্ট্রি অফিস), মিসেস নাওকা মাট্রিনীলস্ (ব্যাক ট্রম ফাস্ট সেক্রেটারি ক্লাইমেট চেঞ্জ সুইডেন), মারিয়া হেড অফ কর্পোরেশন ডেপুটি মিশন (সুইডেন অ্যাম্বাসি), দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা মিতা, সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলকানা, দামুড়হুদা মডেল থানার অফির্সার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম প্রমুখ।