ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে দামুড়হুদা উপজেলা শহরের বনানীপাড়াস্থ শাহিনুর রহমানের নির্মাণাধীন দোতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ উপজেলার দশমীপাড়ার ইসলাম মণ্ডলের ছেলে।
নির্মাণাধীন ভবনের হেড মিস্ত্রি ইস্রাফিল হোসেন জানান, বেশ কিছুদিন ধরে পলাশ ওই ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ভবনটি রাস্তার পাশে হওয়ায় ঠিক সামনেই ছিল উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তার। বিকেল সাড়ে চারটার দিকে পলাশ একটি লোহার রড কেটে সিঁড়ি দিয়ে নামাতে গেলে অসতর্কতাবসত রডটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারে স্পর্শ হয়। এসময় বিকট শব্দে আমরা চমকে যায়। কিছু বুঝে ওঠার আগে ঘটনাস্থলেই পলাশের মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ নামের এক যুবকের মৃত্যুর বিষয়ে জেনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আপলোড টাইম : ০৮:৪৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে দামুড়হুদা উপজেলা শহরের বনানীপাড়াস্থ শাহিনুর রহমানের নির্মাণাধীন দোতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ উপজেলার দশমীপাড়ার ইসলাম মণ্ডলের ছেলে।
নির্মাণাধীন ভবনের হেড মিস্ত্রি ইস্রাফিল হোসেন জানান, বেশ কিছুদিন ধরে পলাশ ওই ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ভবনটি রাস্তার পাশে হওয়ায় ঠিক সামনেই ছিল উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তার। বিকেল সাড়ে চারটার দিকে পলাশ একটি লোহার রড কেটে সিঁড়ি দিয়ে নামাতে গেলে অসতর্কতাবসত রডটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারে স্পর্শ হয়। এসময় বিকট শব্দে আমরা চমকে যায়। কিছু বুঝে ওঠার আগে ঘটনাস্থলেই পলাশের মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ নামের এক যুবকের মৃত্যুর বিষয়ে জেনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ হস্তান্তর করা হয়েছে।