ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় জমি নিয়ে বিরোধ, ভাই-বোনকে কুপিয়ে জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
  • / ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

দামুড়হুদায় জমি নিয়ে বিরোধের জেরে ভাই-বোন দুজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা জখম দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। জখম দুজন হলেন- দামুড়হুদার কেশবপুর গ্রামের ক্লাবপাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে ইব্রাহিম শেখ (৬৫) ও তাঁর ছোট বোন নাসিমা খাতুন (৩৭)।

জানা যায়, ভিটে-বাড়ির জমি নিয়ে ইব্রাহিম শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে তারই প্রতিবেশী মৃত মাদার মণ্ডলের ছেলে আব্দার আলীর (৫৫) সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একটি মামলাও চলমান রয়েছে। এরই জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে আব্দার আলী ইব্রাহিম শেখের বাড়িতে প্রবেশ করে একটি হাসুয়া দিয়ে নাসিমা খাতুনকে কুপিয়ে জখম করে। এসময় ইব্রাহিম শেখ ছুটে এলে তাঁকেও কুপিয়ে জখম করে আব্দার। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় ইব্রাহিম শেখ ও নাসিমা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। জখম দুজনের মধ্যে নাসিমা খাতুনের জখম গুরুতর হওয়ায় তাঁকে হাপসাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়।

জখম নাসিমা খাতুন বলেন, ‘আমাদের বাড়ির জমি জোর করে দখল করে নিতে চাই আব্দার আলী। এক বছর পূর্বেও আব্দার আমাকে সাবল দিয়ে পিটিয়ে আহত করে। এ নিয়ে একটি মামলা চলছে। আজ (গতকাল) আমি রান্না করার চুলা ঠিক করছিলাম। এসময় হঠাৎ করেই আব্দার একটি হাসুয়া দিয়ে আমার মুখে ও হাতে কোপ দেয়। আমি চিৎকার করলে আমার ভাই ইব্রাহিম সেখানে এলে আব্দার তাকেও কুপিয়ে জখম করে।’

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘দুপুর একটার দিকে পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে জরুরি বিভাগে নেয়। দুজনের মধ্যে নাসিমা বেগমের মুখে ও হাতের জখম গুরুতর হওয়ায় তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মহিলা সার্জারি বিভাগে ভর্তি রাখা হয় ও ইব্রাহিম শেখকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় জমি নিয়ে বিরোধ, ভাই-বোনকে কুপিয়ে জখম

আপলোড টাইম : ১১:২১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক:

দামুড়হুদায় জমি নিয়ে বিরোধের জেরে ভাই-বোন দুজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা জখম দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। জখম দুজন হলেন- দামুড়হুদার কেশবপুর গ্রামের ক্লাবপাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে ইব্রাহিম শেখ (৬৫) ও তাঁর ছোট বোন নাসিমা খাতুন (৩৭)।

জানা যায়, ভিটে-বাড়ির জমি নিয়ে ইব্রাহিম শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে তারই প্রতিবেশী মৃত মাদার মণ্ডলের ছেলে আব্দার আলীর (৫৫) সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একটি মামলাও চলমান রয়েছে। এরই জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে আব্দার আলী ইব্রাহিম শেখের বাড়িতে প্রবেশ করে একটি হাসুয়া দিয়ে নাসিমা খাতুনকে কুপিয়ে জখম করে। এসময় ইব্রাহিম শেখ ছুটে এলে তাঁকেও কুপিয়ে জখম করে আব্দার। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় ইব্রাহিম শেখ ও নাসিমা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। জখম দুজনের মধ্যে নাসিমা খাতুনের জখম গুরুতর হওয়ায় তাঁকে হাপসাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়।

জখম নাসিমা খাতুন বলেন, ‘আমাদের বাড়ির জমি জোর করে দখল করে নিতে চাই আব্দার আলী। এক বছর পূর্বেও আব্দার আমাকে সাবল দিয়ে পিটিয়ে আহত করে। এ নিয়ে একটি মামলা চলছে। আজ (গতকাল) আমি রান্না করার চুলা ঠিক করছিলাম। এসময় হঠাৎ করেই আব্দার একটি হাসুয়া দিয়ে আমার মুখে ও হাতে কোপ দেয়। আমি চিৎকার করলে আমার ভাই ইব্রাহিম সেখানে এলে আব্দার তাকেও কুপিয়ে জখম করে।’

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘দুপুর একটার দিকে পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে জরুরি বিভাগে নেয়। দুজনের মধ্যে নাসিমা বেগমের মুখে ও হাতের জখম গুরুতর হওয়ায় তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মহিলা সার্জারি বিভাগে ভর্তি রাখা হয় ও ইব্রাহিম শেখকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়।