ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে এমপি টগর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৩০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / ১৩ বার পড়া হয়েছে

প্রতিবেদেক, দামুড়হুদা:

দামুড়হুদায় ২০২২-২৩ অর্থবছরে খরিফ এবং ২০২৩-২৪ মৌসুমে পাট ও আউশ ধানের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে বাংলাদেশ আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষকবান্ধব সরকার। এ দেশের দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে সরকার ভর্তুকি দিয়ে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সহযোগিতা ও আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে বাংলাদেশে আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।

এমপি টগর বলেন, ‘আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক পরিবারের সন্তান ছিলেন। কৃষকদের প্রতি বঙ্গবন্ধুর অপরিসীম দরদ ছিল বলেই তাঁর সরকারের সময় বিএডিসির মাধ্যমে কৃষকদের মাঝে সাহায্য প্রদানের কর্মসূচি গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর পথ অনুসরণ করেই তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকসহ এ দেশের আপামর মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।’

চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.করিম বিশ্বাস, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দীন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, কৃষক সংগঠন সিআইজি সংগঠনের সভাপতি সামসুল ইসলাম প্রমুখ।

গতকাল উপজেলায় তিন হাজার ২৮ জন কৃষকের মধ্যে আউশ ধানের বীজ ও সার এবং ৭ হাজার ৬৬০ কৃষকের মধ্যে পাট বীজ বিতরণ করা হয়। এছাড়া গোবিন্দহুদা সিআইজি কৃষক সংগঠনকে তিন লাখ আটাত্তর হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। আর নিরাপদ ফসল উৎপাদনে অবদান রাখায় উপ-সহকারী কৃষি অফিসার আজারুল ইসলাম ও কৃষি উদ্যেক্তা হিসেবে পাটাচোরা গ্রামের শাহীন উদ্দীনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা ও ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে এমপি টগর

আপলোড টাইম : ০৫:৩০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩

প্রতিবেদেক, দামুড়হুদা:

দামুড়হুদায় ২০২২-২৩ অর্থবছরে খরিফ এবং ২০২৩-২৪ মৌসুমে পাট ও আউশ ধানের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে বাংলাদেশ আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষকবান্ধব সরকার। এ দেশের দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে সরকার ভর্তুকি দিয়ে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সহযোগিতা ও আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে বাংলাদেশে আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।

এমপি টগর বলেন, ‘আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক পরিবারের সন্তান ছিলেন। কৃষকদের প্রতি বঙ্গবন্ধুর অপরিসীম দরদ ছিল বলেই তাঁর সরকারের সময় বিএডিসির মাধ্যমে কৃষকদের মাঝে সাহায্য প্রদানের কর্মসূচি গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর পথ অনুসরণ করেই তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকসহ এ দেশের আপামর মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।’

চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.করিম বিশ্বাস, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দীন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, কৃষক সংগঠন সিআইজি সংগঠনের সভাপতি সামসুল ইসলাম প্রমুখ।

গতকাল উপজেলায় তিন হাজার ২৮ জন কৃষকের মধ্যে আউশ ধানের বীজ ও সার এবং ৭ হাজার ৬৬০ কৃষকের মধ্যে পাট বীজ বিতরণ করা হয়। এছাড়া গোবিন্দহুদা সিআইজি কৃষক সংগঠনকে তিন লাখ আটাত্তর হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। আর নিরাপদ ফসল উৎপাদনে অবদান রাখায় উপ-সহকারী কৃষি অফিসার আজারুল ইসলাম ও কৃষি উদ্যেক্তা হিসেবে পাটাচোরা গ্রামের শাহীন উদ্দীনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা ও ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির।