ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় অবৈধভাবে  বালি উত্তোলন, দুটি এক্সকেভেটর জব্দ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • / ২১ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে দুটি এক্সকেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার সদর ইউনিয়নে গোবিন্দহুদা ছটাংগার মাঠে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস।

অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার চিৎলা গ্রামের মৃত হাজারী মোল্লার ছেলে গিয়াস উদ্দিন (৪৬) ছাটাংগার মাঠে নিজ জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করছেন, এমন সংবাদ পান দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। এর ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পান। এদিকে, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা সেখান থেকে পালিয়ে যান। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি এক্সকেভেটর জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস।

এ বিষয়ে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মতিয়ার রহমান বলেন, ‘ম্যাজিস্ট্রেটের অভিযান পরিচালনার সময় কাউকে পাওয়া যায়নি, সবাই পালিয়ে গিয়েছে। চিৎলা গ্রামের মৃত হাজারী মোল্লার ছেলে গিয়াস উদ্দিন এই বালু উত্তোলন করছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস জব্দকৃত দুটি এক্সকেভেটর আমার হেফাজতে দিয়ে গেছে। এক্সকেভেটরের কোনো চাবি না পাওয়া যাওয়ায় মেশিন দুটি মাঠের মধ্যে পড়ে আছে।’

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিলো। আমারা সেখানে পৌঁছানোর পূর্বে বালু উত্তোলনকারীরা দুটি এক্সকেভেটর ফেলে পালিয়ে যায়। বালু উত্তোলন কাজে এক্সকেভেটর দুটি হেফাজতে নিয়ে স্থানীয় মেম্বারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এক্সকেভেটর দুটি তার হেফাজতে থাকবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় অবৈধভাবে  বালি উত্তোলন, দুটি এক্সকেভেটর জব্দ

আপলোড টাইম : ০৪:৪০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে দুটি এক্সকেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার সদর ইউনিয়নে গোবিন্দহুদা ছটাংগার মাঠে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস।

অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার চিৎলা গ্রামের মৃত হাজারী মোল্লার ছেলে গিয়াস উদ্দিন (৪৬) ছাটাংগার মাঠে নিজ জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করছেন, এমন সংবাদ পান দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। এর ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পান। এদিকে, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা সেখান থেকে পালিয়ে যান। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি এক্সকেভেটর জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস।

এ বিষয়ে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মতিয়ার রহমান বলেন, ‘ম্যাজিস্ট্রেটের অভিযান পরিচালনার সময় কাউকে পাওয়া যায়নি, সবাই পালিয়ে গিয়েছে। চিৎলা গ্রামের মৃত হাজারী মোল্লার ছেলে গিয়াস উদ্দিন এই বালু উত্তোলন করছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস জব্দকৃত দুটি এক্সকেভেটর আমার হেফাজতে দিয়ে গেছে। এক্সকেভেটরের কোনো চাবি না পাওয়া যাওয়ায় মেশিন দুটি মাঠের মধ্যে পড়ে আছে।’

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিলো। আমারা সেখানে পৌঁছানোর পূর্বে বালু উত্তোলনকারীরা দুটি এক্সকেভেটর ফেলে পালিয়ে যায়। বালু উত্তোলন কাজে এক্সকেভেটর দুটি হেফাজতে নিয়ে স্থানীয় মেম্বারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এক্সকেভেটর দুটি তার হেফাজতে থাকবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’