ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

দাবায় ৫ম বারের মতো চুয়াডাঙ্গা জেলা চ্যাম্পিয়ন হলেন দামুড়হুদার হাবিবুর রহমান হাবিব

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দাবায় ৫ম বারের মতো চুয়াডাঙ্গা জেলা চ্যাম্পিয়ন হলেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার হাবিবুর রহমান হাবিব। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সম্মেলনকক্ষে আয়োজিত জেলা চ্যাম্পিয়নশীপে জেলার ১০ জন দাবাড়ুকে পিছনে ফেলে এ কৃতিত্বের স্বাক্ষর রাখেন হাবিব। বাংলাদেশ দাবা ফেডারেশনের উদ্যোগে এবং চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দাবার ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ-২০২২ এর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রতিটি জেলায় এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

গতকাল ফাইনালে হাবিবুর রহমান হাবিব চুয়াডাঙ্গার শাহিনুর রশিদকে ৯-৮ পয়েন্টে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গতকালের খেলাগুলো পরিচালনা করেন সাইদুর রহমান। জেলা চ্যাম্পিয়ন হাবিবুর রহমান হাবিব বলেন, ২০১৮ সাল থেকে ২০২২ পর্যন্ত আমি একাধারে ৫বার চুয়াডাঙ্গা জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি। আজ বুধবার সন্ধ্যায় আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ঢাকার পুরানো পল্টনে দাবা ফেডারেশনে ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যেখানে দেশের প্রত্যেকটি জেলার দাবা চ্যাম্পিয়ন্সরা অংশগ্রহণ করবে। চুয়াডাঙ্গা জেলার প্রতিনিধি হিসেবে সেখানে ভালো খেলার জন্য জেলাবাসীর নিকট দোয়া প্রার্থনা করছি।

উল্লেখ্য, ৫ম বারের মতো দাবায় চুয়াডাঙ্গা জেলা চ্যাম্পিয়ন হাবিবুর রহমান হাবিব দামুড়হুদার কার্পাসডাঙ্গার কাস্টমস মোড়ের রহিম বক্স ও মেহেরুন্নেসার বড় ছেলে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দাবায় ৫ম বারের মতো চুয়াডাঙ্গা জেলা চ্যাম্পিয়ন হলেন দামুড়হুদার হাবিবুর রহমান হাবিব

আপলোড টাইম : ১১:০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক: দাবায় ৫ম বারের মতো চুয়াডাঙ্গা জেলা চ্যাম্পিয়ন হলেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার হাবিবুর রহমান হাবিব। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সম্মেলনকক্ষে আয়োজিত জেলা চ্যাম্পিয়নশীপে জেলার ১০ জন দাবাড়ুকে পিছনে ফেলে এ কৃতিত্বের স্বাক্ষর রাখেন হাবিব। বাংলাদেশ দাবা ফেডারেশনের উদ্যোগে এবং চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দাবার ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ-২০২২ এর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রতিটি জেলায় এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

গতকাল ফাইনালে হাবিবুর রহমান হাবিব চুয়াডাঙ্গার শাহিনুর রশিদকে ৯-৮ পয়েন্টে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গতকালের খেলাগুলো পরিচালনা করেন সাইদুর রহমান। জেলা চ্যাম্পিয়ন হাবিবুর রহমান হাবিব বলেন, ২০১৮ সাল থেকে ২০২২ পর্যন্ত আমি একাধারে ৫বার চুয়াডাঙ্গা জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি। আজ বুধবার সন্ধ্যায় আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ঢাকার পুরানো পল্টনে দাবা ফেডারেশনে ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যেখানে দেশের প্রত্যেকটি জেলার দাবা চ্যাম্পিয়ন্সরা অংশগ্রহণ করবে। চুয়াডাঙ্গা জেলার প্রতিনিধি হিসেবে সেখানে ভালো খেলার জন্য জেলাবাসীর নিকট দোয়া প্রার্থনা করছি।

উল্লেখ্য, ৫ম বারের মতো দাবায় চুয়াডাঙ্গা জেলা চ্যাম্পিয়ন হাবিবুর রহমান হাবিব দামুড়হুদার কার্পাসডাঙ্গার কাস্টমস মোড়ের রহিম বক্স ও মেহেরুন্নেসার বড় ছেলে।