ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

দাদার অপচিকিৎসায় প্রাণ গেল নাতির

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় সাপের কামড়ে কারিমুল ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত কারিমুল ইসলাম দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বারাদি গ্রামের কামারপাড়ার তরিকুল ইসলামের ছেলে ও একই গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পরিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে বাড়ির অদূরে একটি মাঠে খেলা করার সময় একটি বিষধর সাপ কারিমুলের পায়ে কামড় দেয়। সাপের কামড়ের বিষয়ে জানতে পেরে কারিমুলের দাদা আব্দুল কদের তাকে দু’দিন ধরে বাড়িতে রেখে বিভিন্ন কবিরাজি অপচিকিৎসা (ঝাড়ফুঁক) দিয়ে বাঁচাতে চেষ্টা করেন। কিন্তু গতকাল দুপুর পর্যন্ত ঝাড়ফুঁকের পরেও সুস্থ না হওয়ায় পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে কারিমুলকে মৃত ঘোষণা করেন।

নিহত কারিমুলের মা কুলছুম বেগম বলেন, ‘সোমবার দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় আমার ছেলেক সাপে কামড় দেয়। আমরা দরিদ্র হওয়ায় আমার চাচা শ্বশুর আব্দুল কাদের আমার ছেলেকে সারিয়ে দেবে বলে দুদিন ধরে ঝাড়ফুঁক ও কবিরাজী চিকিৎসা দেয়। আজ (গতকাল) সকালে কারিমুলের অবস্থা আরও খারাপ হলে চাচা শ্বশুর আব্দুল কাদের আমার ছেলেকে হাসপাতালে নিতে বলেন। পরে কারিমুলকে নিয়ে জীবননগর উপজেলার গহেরপুর গ্রামে এক কবিরাজের কাছে নিয়ে যায়। কারিমুলের অবস্থা খারাপ দেখে ওই কবিরাজ তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করতে বলেন। পরে কারিমুলকে হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই ছেলেটি মৃত্যু হয়েছে। জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।’ দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, ‘সাপের কামড়ে কারিমুল নামের এক কিশোরের মৃত্যুর বিষয়ে জেনেছি। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দাদার অপচিকিৎসায় প্রাণ গেল নাতির

আপলোড টাইম : ০২:১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় সাপের কামড়ে কারিমুল ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত কারিমুল ইসলাম দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বারাদি গ্রামের কামারপাড়ার তরিকুল ইসলামের ছেলে ও একই গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পরিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে বাড়ির অদূরে একটি মাঠে খেলা করার সময় একটি বিষধর সাপ কারিমুলের পায়ে কামড় দেয়। সাপের কামড়ের বিষয়ে জানতে পেরে কারিমুলের দাদা আব্দুল কদের তাকে দু’দিন ধরে বাড়িতে রেখে বিভিন্ন কবিরাজি অপচিকিৎসা (ঝাড়ফুঁক) দিয়ে বাঁচাতে চেষ্টা করেন। কিন্তু গতকাল দুপুর পর্যন্ত ঝাড়ফুঁকের পরেও সুস্থ না হওয়ায় পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে কারিমুলকে মৃত ঘোষণা করেন।

নিহত কারিমুলের মা কুলছুম বেগম বলেন, ‘সোমবার দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় আমার ছেলেক সাপে কামড় দেয়। আমরা দরিদ্র হওয়ায় আমার চাচা শ্বশুর আব্দুল কাদের আমার ছেলেকে সারিয়ে দেবে বলে দুদিন ধরে ঝাড়ফুঁক ও কবিরাজী চিকিৎসা দেয়। আজ (গতকাল) সকালে কারিমুলের অবস্থা আরও খারাপ হলে চাচা শ্বশুর আব্দুল কাদের আমার ছেলেকে হাসপাতালে নিতে বলেন। পরে কারিমুলকে নিয়ে জীবননগর উপজেলার গহেরপুর গ্রামে এক কবিরাজের কাছে নিয়ে যায়। কারিমুলের অবস্থা খারাপ দেখে ওই কবিরাজ তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করতে বলেন। পরে কারিমুলকে হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই ছেলেটি মৃত্যু হয়েছে। জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।’ দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, ‘সাপের কামড়ে কারিমুল নামের এক কিশোরের মৃত্যুর বিষয়ে জেনেছি। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’