ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

দর্শনা থানা ও পৌর জাতীয় পার্টির যৌথ সম্মেলন

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৮:৫৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • / ৩৪ বার পড়া হয়েছে

দর্শনা থানা ও পৌর জাতীয় পার্টির যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটায় দর্শনা হীরা হল মার্কেটের ছাদে এ যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির দর্শনা থানা শাখার আহ্বায়ক নূর জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট রবিউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় পার্টিকে ছাড়া বিএনপি ও আওয়ামী লীগ কেউ এককভাবে ক্ষমতায় আসতে পারবে না। অতএব ভয়ের কোনো কারণ নেই। তৃণমূলের সকল নেতা-কর্মীকে সাহসিকতার সাথে দলের কার্যক্রম পরিচালনা করতে হবে। ইউনিয়ন, পৌরসভা, জেলা, উপজেলার সকল পর্যায়ের দলের কমিটি গঠন করে দলকে এককভাবে শক্তিশালী করতে হবে। যেমম জাতীয় পার্টির কর্ণধার হুসেইন মোহাম্মদ এরশাদ দেশে কৃষি ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করে এগিয়ে রেখে গেছেন। আমরা হুসেইন মোহাম্মদ এরশাদের উন্নয়নের পথ ধরে দলের প্রধান জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিকে একক শক্তিশালী দল হিসেবে গড়ে তুলব।

সম্মেলনে বক্তব্য দেন জীবননগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মজিবার রহমান ও দামুড়হুদা উপজেলার আহ্বায়ক শহিদুল আলম। এসময় উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মতিয়ার রহমান, কুড়ুলগাছী ইউনিয়নের জয়নাল আবেদীন, তিতুদহ ইউনিয়নের সাবেক সভাপতি আজম আলী, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, দর্শনার সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, জীবননগর উপজেলা সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ও জীবননগর উপজেলা আইনবিষয়ক সম্পাদক শেখ শহিদ। সম্মেলন অনুষ্ঠান পরিচালনা করেন ফরহাদ হোসেন খান শিল্পী।

সম্মেলনে আলোচনা সভা শেষে দর্শনা থানা ও পৌর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। থানা কমিটিতে সভাপতি নূর জামাল ও সাধারণ সম্পাদক হায়দার আলী এবং পৌর কমিটিতে সভাপতি এনামুল হক সণ্টু ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক সুজনকে নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেন নেতৃবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনা থানা ও পৌর জাতীয় পার্টির যৌথ সম্মেলন

আপলোড টাইম : ০৮:৫৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১

দর্শনা থানা ও পৌর জাতীয় পার্টির যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটায় দর্শনা হীরা হল মার্কেটের ছাদে এ যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির দর্শনা থানা শাখার আহ্বায়ক নূর জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট রবিউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় পার্টিকে ছাড়া বিএনপি ও আওয়ামী লীগ কেউ এককভাবে ক্ষমতায় আসতে পারবে না। অতএব ভয়ের কোনো কারণ নেই। তৃণমূলের সকল নেতা-কর্মীকে সাহসিকতার সাথে দলের কার্যক্রম পরিচালনা করতে হবে। ইউনিয়ন, পৌরসভা, জেলা, উপজেলার সকল পর্যায়ের দলের কমিটি গঠন করে দলকে এককভাবে শক্তিশালী করতে হবে। যেমম জাতীয় পার্টির কর্ণধার হুসেইন মোহাম্মদ এরশাদ দেশে কৃষি ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করে এগিয়ে রেখে গেছেন। আমরা হুসেইন মোহাম্মদ এরশাদের উন্নয়নের পথ ধরে দলের প্রধান জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিকে একক শক্তিশালী দল হিসেবে গড়ে তুলব।

সম্মেলনে বক্তব্য দেন জীবননগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মজিবার রহমান ও দামুড়হুদা উপজেলার আহ্বায়ক শহিদুল আলম। এসময় উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মতিয়ার রহমান, কুড়ুলগাছী ইউনিয়নের জয়নাল আবেদীন, তিতুদহ ইউনিয়নের সাবেক সভাপতি আজম আলী, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, দর্শনার সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, জীবননগর উপজেলা সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ও জীবননগর উপজেলা আইনবিষয়ক সম্পাদক শেখ শহিদ। সম্মেলন অনুষ্ঠান পরিচালনা করেন ফরহাদ হোসেন খান শিল্পী।

সম্মেলনে আলোচনা সভা শেষে দর্শনা থানা ও পৌর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। থানা কমিটিতে সভাপতি নূর জামাল ও সাধারণ সম্পাদক হায়দার আলী এবং পৌর কমিটিতে সভাপতি এনামুল হক সণ্টু ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক সুজনকে নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেন নেতৃবৃন্দ।