ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

দর্শনা ও জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে গাঁজাসহ পাঁচজনকে আটক করেছেন। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দর্শনা থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে ২ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম। সাজাপ্রাপ্তরা হলেন- দর্শনা থানার দোস্ত গ্রামের মোল্লাপাড়ার মৃত দাউদ বিশ্বাসের স্ত্রী জোহরা বেগম (৬০), সদর উপজেলার হিজলগাড়ি ফার্মপাড়ার মৃত সণ্টু আলীর ছেলে বিপুল হোসেন (২৭), দোস্ত গ্রামের বসতি পাড়ার মৃত খোদাবক্স মণ্ডলের ছেলে মান্দার আলী (৬৫), জীবননগর উপজেলার উথলী আমতলা পাড়ার হাসান আলীর ছেলে সাগর হোসেন (২৩) এবং দর্শনার মোবারক পাড়ার জামাল হোসেনের ছেলে আবু হোসেন (৪২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচাল মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন ফোর্স নিয়ে দর্শনা ও জীবননগর উপজেলার পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযান জোহরা বেগমকে তার বাড়ি থেকে ১ কেজি ১ শ গ্রাম গাঁজাসহ আটক করে। বিপুল হোসেনকে ১০ গ্রাম গাঁজাসহ দোস্ত গ্রাম থেকে, মান্দার আলীকে দোস্ত গ্রাম থেকে ১২ গ্রাম গাঁজাসহ, সাগর হোসেনকে ১ কেজি গাঁজাসহ তার বাড়ি থেকে এবং আবু হোসেনকে উথলীর আমতলা পাড়া থেকে ১৮ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে জোহরা বেগমকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা, বিপুল হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা, মান্দার আলীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা, সাগর হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা এবং আবু হোসেনকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনা ও জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান

আপলোড টাইম : ০২:০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে গাঁজাসহ পাঁচজনকে আটক করেছেন। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দর্শনা থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে ২ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম। সাজাপ্রাপ্তরা হলেন- দর্শনা থানার দোস্ত গ্রামের মোল্লাপাড়ার মৃত দাউদ বিশ্বাসের স্ত্রী জোহরা বেগম (৬০), সদর উপজেলার হিজলগাড়ি ফার্মপাড়ার মৃত সণ্টু আলীর ছেলে বিপুল হোসেন (২৭), দোস্ত গ্রামের বসতি পাড়ার মৃত খোদাবক্স মণ্ডলের ছেলে মান্দার আলী (৬৫), জীবননগর উপজেলার উথলী আমতলা পাড়ার হাসান আলীর ছেলে সাগর হোসেন (২৩) এবং দর্শনার মোবারক পাড়ার জামাল হোসেনের ছেলে আবু হোসেন (৪২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচাল মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন ফোর্স নিয়ে দর্শনা ও জীবননগর উপজেলার পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযান জোহরা বেগমকে তার বাড়ি থেকে ১ কেজি ১ শ গ্রাম গাঁজাসহ আটক করে। বিপুল হোসেনকে ১০ গ্রাম গাঁজাসহ দোস্ত গ্রাম থেকে, মান্দার আলীকে দোস্ত গ্রাম থেকে ১২ গ্রাম গাঁজাসহ, সাগর হোসেনকে ১ কেজি গাঁজাসহ তার বাড়ি থেকে এবং আবু হোসেনকে উথলীর আমতলা পাড়া থেকে ১৮ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে জোহরা বেগমকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা, বিপুল হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা, মান্দার আলীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা, সাগর হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা এবং আবু হোসেনকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে