ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

দর্শনায় কেরু উচ্চবিদ্যালয়ের ৭৫ বছরপূর্তি স্মৃতিময় করতে মতবিনিময় সভা

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৯:৪৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

দর্শনা কেরু উচ্চবিদ্যালয়ের ৭৫ বছরপূর্তি স্মৃতিময় করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দর্শনা কেরুজ বিদ্যালয় চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেরু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানি মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাবুদ্দিন।

এসময় তিনি কেরু উচ্চবিদ্যালয়ে ৭৫ বছরপূর্তি অনুষ্ঠান সফলতার সাথে উদ্যাপনের লক্ষে পৃথক দুটি কমিটি করে দেন। স্কুলের প্রাক্তন ছাত্র রবিউল ইসলাম বকুলকে আহ্বায়ক করে রেজিস্ট্রেশন বাস্তবায়ন কমিটি ও মাহবুবুর রহমান মুকুলকে আহ্বায়ক করে প্রচার-প্রচারণা কমিটি ঘোষণা করা হয়। সভায় সিদ্ধান্তক্রমে কেরু স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর-২০২২ এর মধ্যে রেজিস্ট্রেশন করতে অনলাইন ও নির্দিষ্ট রেজিস্ট্রেশন বুথে রেজিস্ট্রেশনের সময় নির্ধারণ করা হয়েছে। অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা ৫ শ টাকা, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তার পরিবারের সদস্যরা ১ হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এছাড়া বিদ্যালয়টির ৭৫ বছরপূর্তি উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর জনপ্রিয় শিল্পীদের কনসার্টসহ থাকবে দিনব্যাপী নানা আয়োজন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ও পারকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যায়লের প্রধান শিক্ষক আরতি হালসানা। আরও উপস্থিত ছিলেন শাকের আলী, আফতাব হোসেন, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যায়লের প্রধান শিক্ষক হারুন জুয়েল, পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, শিক্ষক নাণ্টু বসাক, মঞ্জু ঘোষ, রমজান আলী, ইতি খাতুন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসলামুল হক আলামিন, বকুল হোসেন, মাহবুবুর রহমান মুকুল, জেলোক হোসেন, আইটিজেড রকি, সুকমল চন্দ্র দাস বাঁধন, নিশান আমিন, আবিদ হাসান রিফাত, হাসিবুল হোসেন শান্ত, অনিক মাহমুদ, আহসান হাবিব, প্রান্ত দেবনাথ, অন্ত হোসেন প্রমুখ। এসময় অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে কেরু স্কুলের প্রধান শিক্ষক কেরুজ স্কুলের প্রাক্তন ও বর্তমান সকল ছাত্র-ছাত্রীদের সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় কেরু উচ্চবিদ্যালয়ের ৭৫ বছরপূর্তি স্মৃতিময় করতে মতবিনিময় সভা

আপলোড টাইম : ০৯:৪৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২

দর্শনা কেরু উচ্চবিদ্যালয়ের ৭৫ বছরপূর্তি স্মৃতিময় করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দর্শনা কেরুজ বিদ্যালয় চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেরু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানি মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাবুদ্দিন।

এসময় তিনি কেরু উচ্চবিদ্যালয়ে ৭৫ বছরপূর্তি অনুষ্ঠান সফলতার সাথে উদ্যাপনের লক্ষে পৃথক দুটি কমিটি করে দেন। স্কুলের প্রাক্তন ছাত্র রবিউল ইসলাম বকুলকে আহ্বায়ক করে রেজিস্ট্রেশন বাস্তবায়ন কমিটি ও মাহবুবুর রহমান মুকুলকে আহ্বায়ক করে প্রচার-প্রচারণা কমিটি ঘোষণা করা হয়। সভায় সিদ্ধান্তক্রমে কেরু স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর-২০২২ এর মধ্যে রেজিস্ট্রেশন করতে অনলাইন ও নির্দিষ্ট রেজিস্ট্রেশন বুথে রেজিস্ট্রেশনের সময় নির্ধারণ করা হয়েছে। অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা ৫ শ টাকা, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তার পরিবারের সদস্যরা ১ হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এছাড়া বিদ্যালয়টির ৭৫ বছরপূর্তি উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর জনপ্রিয় শিল্পীদের কনসার্টসহ থাকবে দিনব্যাপী নানা আয়োজন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ও পারকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যায়লের প্রধান শিক্ষক আরতি হালসানা। আরও উপস্থিত ছিলেন শাকের আলী, আফতাব হোসেন, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যায়লের প্রধান শিক্ষক হারুন জুয়েল, পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, শিক্ষক নাণ্টু বসাক, মঞ্জু ঘোষ, রমজান আলী, ইতি খাতুন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসলামুল হক আলামিন, বকুল হোসেন, মাহবুবুর রহমান মুকুল, জেলোক হোসেন, আইটিজেড রকি, সুকমল চন্দ্র দাস বাঁধন, নিশান আমিন, আবিদ হাসান রিফাত, হাসিবুল হোসেন শান্ত, অনিক মাহমুদ, আহসান হাবিব, প্রান্ত দেবনাথ, অন্ত হোসেন প্রমুখ। এসময় অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে কেরু স্কুলের প্রধান শিক্ষক কেরুজ স্কুলের প্রাক্তন ও বর্তমান সকল ছাত্র-ছাত্রীদের সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন।