ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

দর্শনায় আদম ব্যাপারী ইউনুচের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুরের প্রতারক আদম ব্যাপারী ইউনুচের বিরুদ্ধে সংবাদিক সম্মেলন করেছেন সাবেক ইউপি সদস্য আব্বাস আলী। গতকাল সোমবার সন্ধ্যার দিকে দর্শনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। সংবাদ সম্মেলনে বেগমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্বাস আলী লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, ‘আমি একজন ব্যবসায়ী। আমার বাড়ির পাশে বসবাসকারী আদম ব্যাপারী দুবাই প্রবাসী মো. ইউনুচ আলী চার বছর আগে ছুটিতে বাড়ি আসলে পরিচয় সূত্রে আমার শ্যালক দর্শনা পৌরসভাধীন মোবারক পাড়ার মৃত নূর আহম্মদের ছেলে জাহাঙ্গীর আলম চঞ্চলের সাথে বন্ধুত্ব সম্পর্ক হয়। একপর্যায় আদম ব্যাপারী ইউনুচের ছুটি শেষ হয়ে গেলে দুবাই চলে যায়। দুজনের মধ্যে বন্ধুত্বের যোগাযোগ অব্যাহত থাকে। এই বন্ধুত্ব সম্পর্ক হওয়ার পর থেকে আদম ব্যপারী ইউনুচ বিভিন্ন সময় চঞ্চলকে ৫০ হাজার টাকা বেতনের চাকরি দেবে বলে সৌদিতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। ইউনুচের কথা বিশ্বাস করে সৌদিতে যাওয়ার জন্য আমার শ্যালক চঞ্চল আত্মীয়-স্বজনদের কাছ থেকে ধার-দেনা করে ইউনুচের কথা মতো তার স্ত্রীর কাছে গত ২০/৭/২০১৯ইং তারিখে ৪ লাখ ২০ হাজার টাকা দেয়।

পরে আদম ব্যাপারী ইউনুচ দুবাই থাকা অবস্থায় বাংলাদেশ-ঢাকাস্থ মেসার্স জিমস ট্রেড ইন্টারন্যাশনাল (আরএল ০৬২৮) এজেন্সির মাধ্যমে তিন মাসের ভিসা দিয়ে ২/২/২০২০ইং তারিখে চঞ্চলকে সৌদিতে নিয়ে যায়। ইউনুচ আলী সৌদিতে শুরু করে প্রতারণা। সে তিন মাসের মধ্যে কোনো কাজ না দেয়া ও কোনো খোঁজখবর না নেয়ায় চঞ্চলের ভিসা বাতিল হয়ে যায়। পরে চঞ্চলের পরিবারের লোকজন আদম ব্যবসায়ী ইউনুচের সাথে বহুবার চেষ্টা করেও যোগাযোগ করতে পারেনি। সেই থেকে প্রবাসী চঞ্চল সৌদিতে অবৈধভাবে মানবেতর জীবনযাপন করছে। সম্প্রতি দুবাই থেকে আদম ব্যাপারী ইউনুচ ছুটিতে বাড়ি এসে বিষয়টি অন্যদিকে নেওয়ার জন্য সে বিভিন্ন লোকের কাছে বলে আমার কাছে ৭০ হাজার টাকা পায়। আমি লোকমুখে শুনে হতভম্ব হয়ে পড়ি।

পরে বিষয়টি নিয়ে গত ২৩/৯/২০২২ইং তারিখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বৈঠক বসে। বৈঠকে আদম ব্যাপারী ইউনুচ ১০ দিনের মধ্যে সৌদি প্রবাসী চঞ্চলের বৈধ কাগজপত্র এবং কাজের ব্যবস্থা করে দিবেন। অন্যথায় চঞ্চলকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিবেন বলে ৩ শ টাকার স্ট্যাম্পে সই করে দেন। কিন্তু ১০ দিন পেরিয়ে গেলেও প্রবাসী চঞ্চলের জন্য কোনো কিছুই করেনি ইউনুচ। অবশেষে কোনো কূলকিনারা না পেয়ে প্রবাসী চঞ্চলের মা অর্থাৎ আমার শ্বাশুড়ী বৃদ্ধা জাহানারা বেগম চলতি মাস গত ৪ অক্টোবর চুয়াডাঙ্গা আদালতে আদম ব্যাপারী ইউনুচের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ মামলা করায় চঞ্চলের পরিবারসহ মামলার সাক্ষীদের প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছেন আদম ব্যাপারী ইউনুচ। এতে চরম নিরপত্তাহীনতায় ভুগছে চঞ্চলের পরিবারসহ সাক্ষীগণ। আদম ব্যাপারী ইউনুচ আলী একজন চিহ্নিত প্রতারক। আমার শ্যালক চঞ্চল ছাড়াও জীবননগেরর কাশিপুর গ্রামের মোস্তাফার ছেলে একরামুলসহ জেলার অনেকের সাথে প্রতারণা করেছে। তাই আমি মিথ্যাবাদী প্রতারক আদম ব্যাপারী ইউনুচ আলীর মুখোশ উন্মোচনের জোর দাবি জানাচ্ছি। আর যেন কোনো প্রবাসী প্রতারণার শিকার না হয়।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় আদম ব্যাপারী ইউনুচের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ১০:২২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুরের প্রতারক আদম ব্যাপারী ইউনুচের বিরুদ্ধে সংবাদিক সম্মেলন করেছেন সাবেক ইউপি সদস্য আব্বাস আলী। গতকাল সোমবার সন্ধ্যার দিকে দর্শনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। সংবাদ সম্মেলনে বেগমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্বাস আলী লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, ‘আমি একজন ব্যবসায়ী। আমার বাড়ির পাশে বসবাসকারী আদম ব্যাপারী দুবাই প্রবাসী মো. ইউনুচ আলী চার বছর আগে ছুটিতে বাড়ি আসলে পরিচয় সূত্রে আমার শ্যালক দর্শনা পৌরসভাধীন মোবারক পাড়ার মৃত নূর আহম্মদের ছেলে জাহাঙ্গীর আলম চঞ্চলের সাথে বন্ধুত্ব সম্পর্ক হয়। একপর্যায় আদম ব্যাপারী ইউনুচের ছুটি শেষ হয়ে গেলে দুবাই চলে যায়। দুজনের মধ্যে বন্ধুত্বের যোগাযোগ অব্যাহত থাকে। এই বন্ধুত্ব সম্পর্ক হওয়ার পর থেকে আদম ব্যপারী ইউনুচ বিভিন্ন সময় চঞ্চলকে ৫০ হাজার টাকা বেতনের চাকরি দেবে বলে সৌদিতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। ইউনুচের কথা বিশ্বাস করে সৌদিতে যাওয়ার জন্য আমার শ্যালক চঞ্চল আত্মীয়-স্বজনদের কাছ থেকে ধার-দেনা করে ইউনুচের কথা মতো তার স্ত্রীর কাছে গত ২০/৭/২০১৯ইং তারিখে ৪ লাখ ২০ হাজার টাকা দেয়।

পরে আদম ব্যাপারী ইউনুচ দুবাই থাকা অবস্থায় বাংলাদেশ-ঢাকাস্থ মেসার্স জিমস ট্রেড ইন্টারন্যাশনাল (আরএল ০৬২৮) এজেন্সির মাধ্যমে তিন মাসের ভিসা দিয়ে ২/২/২০২০ইং তারিখে চঞ্চলকে সৌদিতে নিয়ে যায়। ইউনুচ আলী সৌদিতে শুরু করে প্রতারণা। সে তিন মাসের মধ্যে কোনো কাজ না দেয়া ও কোনো খোঁজখবর না নেয়ায় চঞ্চলের ভিসা বাতিল হয়ে যায়। পরে চঞ্চলের পরিবারের লোকজন আদম ব্যবসায়ী ইউনুচের সাথে বহুবার চেষ্টা করেও যোগাযোগ করতে পারেনি। সেই থেকে প্রবাসী চঞ্চল সৌদিতে অবৈধভাবে মানবেতর জীবনযাপন করছে। সম্প্রতি দুবাই থেকে আদম ব্যাপারী ইউনুচ ছুটিতে বাড়ি এসে বিষয়টি অন্যদিকে নেওয়ার জন্য সে বিভিন্ন লোকের কাছে বলে আমার কাছে ৭০ হাজার টাকা পায়। আমি লোকমুখে শুনে হতভম্ব হয়ে পড়ি।

পরে বিষয়টি নিয়ে গত ২৩/৯/২০২২ইং তারিখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বৈঠক বসে। বৈঠকে আদম ব্যাপারী ইউনুচ ১০ দিনের মধ্যে সৌদি প্রবাসী চঞ্চলের বৈধ কাগজপত্র এবং কাজের ব্যবস্থা করে দিবেন। অন্যথায় চঞ্চলকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিবেন বলে ৩ শ টাকার স্ট্যাম্পে সই করে দেন। কিন্তু ১০ দিন পেরিয়ে গেলেও প্রবাসী চঞ্চলের জন্য কোনো কিছুই করেনি ইউনুচ। অবশেষে কোনো কূলকিনারা না পেয়ে প্রবাসী চঞ্চলের মা অর্থাৎ আমার শ্বাশুড়ী বৃদ্ধা জাহানারা বেগম চলতি মাস গত ৪ অক্টোবর চুয়াডাঙ্গা আদালতে আদম ব্যাপারী ইউনুচের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ মামলা করায় চঞ্চলের পরিবারসহ মামলার সাক্ষীদের প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছেন আদম ব্যাপারী ইউনুচ। এতে চরম নিরপত্তাহীনতায় ভুগছে চঞ্চলের পরিবারসহ সাক্ষীগণ। আদম ব্যাপারী ইউনুচ আলী একজন চিহ্নিত প্রতারক। আমার শ্যালক চঞ্চল ছাড়াও জীবননগেরর কাশিপুর গ্রামের মোস্তাফার ছেলে একরামুলসহ জেলার অনেকের সাথে প্রতারণা করেছে। তাই আমি মিথ্যাবাদী প্রতারক আদম ব্যাপারী ইউনুচ আলীর মুখোশ উন্মোচনের জোর দাবি জানাচ্ছি। আর যেন কোনো প্রবাসী প্রতারণার শিকার না হয়।’