ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

দর্শনার মাথাভাঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় এমপি আলী আজগর টগর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

নদীর পাড়ে হাজারো মানুষের ভিড় : ৭টি দলের মধ্যে ভবেশ হালদারের দল চ্যাম্পিয়ন

ওয়াসিম রয়েল:
প্রতি বছরের ন্যায় এবারো দর্শনায় মাথাভাঙ্গা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় দামুড়হুদার পারকৃষ্ণপুর গ্রামবাসীর আয়োজনে এ ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় মোট ৭টি দল অংশ নেয়। এ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর তীর ও মাথাভাঙ্গা ব্রিজের ওপরে ছিল হাজারো মানুষের উপচে পড়া ভিড়। টানটান উত্তেজনা নিয়ে ৭টি দলের মধ্যে প্রথম স্থান অধিকার করে ভবেশ হালদার ও তার দল, ২য় হয়েছে বৈদ্যনাথ ও তার দল, ৩য় হয়েছেন রবি ও তার দল। পরে মেমনগর ব্রিজ সংলগ্ন পার্ক মঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। হাজী আইয়ুব আলী রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগার টগর বলেন, নৌকা বাইচ আবহমান গ্রাম-বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা। নদীমাতৃক বাংলাদেশে নৌকা বাইচ খেলাটি অত্যান্ত জনপ্রিয়। হাজারো মানুষের ঢল তা আবারো প্রমাণ করল। যারা প্রতি বছর এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে থাকে, তারা অবশ্যই প্রসাংশার দাবিদার। এ ধরণের সুস্থ বিনোদন আপামর জনতার চিত্তকে উৎফুল্ল করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম জাকারিয়া আলম, কেরু অ্যান্ড কোম্পানির মিডিএম শেখ সাহাব উদ্দিন ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াবুল হক, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দর্শনা পৌর যুবলীগের সহসভাপতি আব্দুল মান্নান খান প্রমুখ। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা, ২য় পুরস্কার হিসেবে ১০ হাজার ও ৩য় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকার পুরস্কার হাতে তুলে দেন এমপি টগর।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনার মাথাভাঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় এমপি আলী আজগর টগর

আপলোড টাইম : ০৮:৩৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২

নদীর পাড়ে হাজারো মানুষের ভিড় : ৭টি দলের মধ্যে ভবেশ হালদারের দল চ্যাম্পিয়ন

ওয়াসিম রয়েল:
প্রতি বছরের ন্যায় এবারো দর্শনায় মাথাভাঙ্গা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় দামুড়হুদার পারকৃষ্ণপুর গ্রামবাসীর আয়োজনে এ ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় মোট ৭টি দল অংশ নেয়। এ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর তীর ও মাথাভাঙ্গা ব্রিজের ওপরে ছিল হাজারো মানুষের উপচে পড়া ভিড়। টানটান উত্তেজনা নিয়ে ৭টি দলের মধ্যে প্রথম স্থান অধিকার করে ভবেশ হালদার ও তার দল, ২য় হয়েছে বৈদ্যনাথ ও তার দল, ৩য় হয়েছেন রবি ও তার দল। পরে মেমনগর ব্রিজ সংলগ্ন পার্ক মঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। হাজী আইয়ুব আলী রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগার টগর বলেন, নৌকা বাইচ আবহমান গ্রাম-বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা। নদীমাতৃক বাংলাদেশে নৌকা বাইচ খেলাটি অত্যান্ত জনপ্রিয়। হাজারো মানুষের ঢল তা আবারো প্রমাণ করল। যারা প্রতি বছর এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে থাকে, তারা অবশ্যই প্রসাংশার দাবিদার। এ ধরণের সুস্থ বিনোদন আপামর জনতার চিত্তকে উৎফুল্ল করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম জাকারিয়া আলম, কেরু অ্যান্ড কোম্পানির মিডিএম শেখ সাহাব উদ্দিন ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াবুল হক, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দর্শনা পৌর যুবলীগের সহসভাপতি আব্দুল মান্নান খান প্রমুখ। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা, ২য় পুরস্কার হিসেবে ১০ হাজার ও ৩য় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকার পুরস্কার হাতে তুলে দেন এমপি টগর।