ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

দর্শনায় ১ কোটি ৬৯ লাখ টাকার ডলার ও ইউরোসহ আটক ১

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • / ৯৫ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে ১ লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার ও ১০ হাজার ইউরোসহ (ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা) তাপস শেখ (২৭) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার বেলা সাড়ে ১০টার দিকে দর্শনা আইসিপি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। তাপস ঢাকা যাত্রাবাড়ী এলাকার জালাল উদ্দীনের ছেলে।

গতকাল বেলা ২টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান। তিনি বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দর্শনা আইসিপি চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা পাচার করা হবে। এমন সংবাদ পেয়ে দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ১ লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার ও ১০ হাজার ইউরোসহ তাপস শেখ আটক করা হয়। জব্দ ইউএস ডলার ও ইউরোর মূল্য ১ কোটি ৬৯ লাখ টাকা।

লে. কর্নেল জাহিদুর রহমান বলেন, এ ঘটনায় নায়েব সুবেদার মো. আব্দুল জলিল বাদী হয়ে তাপস শেখের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করবেন। আর জব্দ বৈদেশিক মুদ্রাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে জানতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদকে ফোন করা হলে তিনি ধরেননি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় ১ কোটি ৬৯ লাখ টাকার ডলার ও ইউরোসহ আটক ১

আপলোড টাইম : ০৩:১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩

দর্শনা অফিস:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে ১ লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার ও ১০ হাজার ইউরোসহ (ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা) তাপস শেখ (২৭) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার বেলা সাড়ে ১০টার দিকে দর্শনা আইসিপি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। তাপস ঢাকা যাত্রাবাড়ী এলাকার জালাল উদ্দীনের ছেলে।

গতকাল বেলা ২টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান। তিনি বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দর্শনা আইসিপি চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা পাচার করা হবে। এমন সংবাদ পেয়ে দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ১ লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার ও ১০ হাজার ইউরোসহ তাপস শেখ আটক করা হয়। জব্দ ইউএস ডলার ও ইউরোর মূল্য ১ কোটি ৬৯ লাখ টাকা।

লে. কর্নেল জাহিদুর রহমান বলেন, এ ঘটনায় নায়েব সুবেদার মো. আব্দুল জলিল বাদী হয়ে তাপস শেখের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করবেন। আর জব্দ বৈদেশিক মুদ্রাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে জানতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদকে ফোন করা হলে তিনি ধরেননি।