ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

দর্শনায় নকল ওষুধ তৈরির কারখানা সিলগালা!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • / ২৮ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনায় নকল ওষুধ উৎপাদনের অভিযোগে ওয়েস্ট আয়ুর্বেদিক ল্যাবরেটরিজের কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে জব্দ করা হয়েছে কারখানার মালামাল। গতকাল সোমবার বেলা ৩টায় দর্শনা পৌরসভার কার্যালয়ের পাশে ওয়েস্ট ল্যাবরেটরিজ কারখানায় অভিযান চালায় ওষুধ প্রশাসন অধিদফতর। ৫ ঘন্টা চলে এ অভিযান। এর আগে ভেজাল ওষুধ উৎপাদনের অভিযোগে কারখানার মালিক জয়নগর গ্রামের তফেল উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ডিএমপি গোয়েন্দা পুলিশ। পরে ওই ঘটনায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ওষুধ প্রশাসন অধিদফতর। তদন্ত কমিটির প্রধান হলেন ঢাকা ওষুধ প্রশাসন অধিদফতরের উপ-পরিচালক নুরুল আলম। আর সদস্য করা হয় চুয়াডাঙ্গা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুবকে।

অভিযান শেষে চুয়াডাঙ্গা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব জানান, ‘ভেজাল ওষুধ উৎপাদনের অভিযোগে ওয়েস্ট আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ কারখানা সিলগালা করা হয়েছে। নকল ও ভেজাল ওষুধ উৎপাদনে ব্যবহৃত মেশিনারিজ জব্দ করা হয়েছে। তাদের লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করা হবে।’

এবিষয়ে ঢাকা ওষুধ প্রশাসন অধিদফতরের উপ-পরিচালক নুরুল আলম জানান, ‘গত ১০ বছর ধরে ওই কারখানায় নকল প্যান্টোনিক্স-২০ ও মোনাস-১০ ট্যাবলেট তৈরি করা হচ্ছিল। পরে প্রতিষ্ঠানটির মালিক গিয়াসউদ্দিন ও এক সহযোগীকে গ্রেফতার করে ডিএমপি গোয়েন্দা পুলিশ। তদন্তে দর্শনা পৌরসভার পাশে কারখানাটিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেছে। পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

তবে এই ঘটনায় গিয়াস উদ্দিনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এটা তাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় নকল ওষুধ তৈরির কারখানা সিলগালা!

আপলোড টাইম : ০৮:৫২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২

দর্শনা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনায় নকল ওষুধ উৎপাদনের অভিযোগে ওয়েস্ট আয়ুর্বেদিক ল্যাবরেটরিজের কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে জব্দ করা হয়েছে কারখানার মালামাল। গতকাল সোমবার বেলা ৩টায় দর্শনা পৌরসভার কার্যালয়ের পাশে ওয়েস্ট ল্যাবরেটরিজ কারখানায় অভিযান চালায় ওষুধ প্রশাসন অধিদফতর। ৫ ঘন্টা চলে এ অভিযান। এর আগে ভেজাল ওষুধ উৎপাদনের অভিযোগে কারখানার মালিক জয়নগর গ্রামের তফেল উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ডিএমপি গোয়েন্দা পুলিশ। পরে ওই ঘটনায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ওষুধ প্রশাসন অধিদফতর। তদন্ত কমিটির প্রধান হলেন ঢাকা ওষুধ প্রশাসন অধিদফতরের উপ-পরিচালক নুরুল আলম। আর সদস্য করা হয় চুয়াডাঙ্গা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুবকে।

অভিযান শেষে চুয়াডাঙ্গা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব জানান, ‘ভেজাল ওষুধ উৎপাদনের অভিযোগে ওয়েস্ট আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ কারখানা সিলগালা করা হয়েছে। নকল ও ভেজাল ওষুধ উৎপাদনে ব্যবহৃত মেশিনারিজ জব্দ করা হয়েছে। তাদের লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করা হবে।’

এবিষয়ে ঢাকা ওষুধ প্রশাসন অধিদফতরের উপ-পরিচালক নুরুল আলম জানান, ‘গত ১০ বছর ধরে ওই কারখানায় নকল প্যান্টোনিক্স-২০ ও মোনাস-১০ ট্যাবলেট তৈরি করা হচ্ছিল। পরে প্রতিষ্ঠানটির মালিক গিয়াসউদ্দিন ও এক সহযোগীকে গ্রেফতার করে ডিএমপি গোয়েন্দা পুলিশ। তদন্তে দর্শনা পৌরসভার পাশে কারখানাটিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেছে। পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

তবে এই ঘটনায় গিয়াস উদ্দিনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এটা তাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র।