ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

দর্শনায় জোরপূর্বক রাস্তা দখল করে ইটের প্রাচীর নির্মাণের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

দর্শনায় পৌরসভার রাস্তায় জোরপূর্বক ইটের প্রাচীর নির্মাণ করে প্রায় ৪ মাস ধরে একটি পরিবারকে ঘরবন্দি করে রেখেছে প্রভাবশালী এক ব্যক্তি। এ ব্যাপারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার-সালিশ দিয়েও কোনো ফল পায়নি ভুক্তভোগী পরিবার। নিরুপায় হয়ে ভুক্তভুগী জাহাঙ্গীর হোসেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর এলাকার জুম্মাপাড়ার মৃত মইজ উদ্দীনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪২) নিজ বাড়িতে বসবাস করে আসছেন। ৩০ বছর আগে জাহাঙ্গীরের বাড়ি থেকে ইটের ছলিং রাস্তা শুরু হয়ে দর্শনা মহাসড়ক পর্যন্ত করে দর্শনা পৌরসভা। দীর্ঘদিন ধরে ওই রাস্তা ব্যবহার করে আসছে এলাকার সাধারণ মানুষ। তবে ২০২১ সালের ১০ অক্টোবর একই পাড়ার মৃত করিম মণ্ডলের ছেলে এলাকার প্রভাবশালী মো. ফজলু মিয়ার (৪৭) সাথে জাহাঙ্গীরের জমি সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ কারণে ফজলু মিয়া জোরপূর্বক তাঁর বাড়ি সীমানা দিয়ে দর্শনা পৌরসভার রাস্তার ওপর দিয়ে ইটের প্রাচীর নির্মাণ করে ঘিরে দেয়। শুধু তাই নয়, নিজের সীমানা দিয়ে প্রাচীর দিয়ে খ্যান্ত হয়নি, পাশের অন্য মালিকের জমিতে জোরপূর্বক টিনের বেড়া দিয়ে একেবারে ঘরবন্দি করে দিয়েছে জাহাঙ্গীরের পরিবারকে। ঘরবন্দি দেখে পাশের পরশি তাদের বাড়ির প্রাচীর ভেঙে জাহাঙ্গীর ও তার পরিবারকে রাস্তা যেতে দিয়েছে। দীর্ঘ প্রায় ৪ মাস ধরে পৌর রাস্তা অবৈধ দখলমুক্ত করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে কোনো ফল না পাওয়ায় গত মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাসলিম আক্তারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করে হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. তাসলিম আক্তার বলেন, কোনো রাস্তা কেউ দখল করতে পারবে না। প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় জোরপূর্বক রাস্তা দখল করে ইটের প্রাচীর নির্মাণের অভিযোগ

আপলোড টাইম : ০৯:০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২

সমীকরণ প্রতিবেদন:

দর্শনায় পৌরসভার রাস্তায় জোরপূর্বক ইটের প্রাচীর নির্মাণ করে প্রায় ৪ মাস ধরে একটি পরিবারকে ঘরবন্দি করে রেখেছে প্রভাবশালী এক ব্যক্তি। এ ব্যাপারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার-সালিশ দিয়েও কোনো ফল পায়নি ভুক্তভোগী পরিবার। নিরুপায় হয়ে ভুক্তভুগী জাহাঙ্গীর হোসেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর এলাকার জুম্মাপাড়ার মৃত মইজ উদ্দীনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪২) নিজ বাড়িতে বসবাস করে আসছেন। ৩০ বছর আগে জাহাঙ্গীরের বাড়ি থেকে ইটের ছলিং রাস্তা শুরু হয়ে দর্শনা মহাসড়ক পর্যন্ত করে দর্শনা পৌরসভা। দীর্ঘদিন ধরে ওই রাস্তা ব্যবহার করে আসছে এলাকার সাধারণ মানুষ। তবে ২০২১ সালের ১০ অক্টোবর একই পাড়ার মৃত করিম মণ্ডলের ছেলে এলাকার প্রভাবশালী মো. ফজলু মিয়ার (৪৭) সাথে জাহাঙ্গীরের জমি সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ কারণে ফজলু মিয়া জোরপূর্বক তাঁর বাড়ি সীমানা দিয়ে দর্শনা পৌরসভার রাস্তার ওপর দিয়ে ইটের প্রাচীর নির্মাণ করে ঘিরে দেয়। শুধু তাই নয়, নিজের সীমানা দিয়ে প্রাচীর দিয়ে খ্যান্ত হয়নি, পাশের অন্য মালিকের জমিতে জোরপূর্বক টিনের বেড়া দিয়ে একেবারে ঘরবন্দি করে দিয়েছে জাহাঙ্গীরের পরিবারকে। ঘরবন্দি দেখে পাশের পরশি তাদের বাড়ির প্রাচীর ভেঙে জাহাঙ্গীর ও তার পরিবারকে রাস্তা যেতে দিয়েছে। দীর্ঘ প্রায় ৪ মাস ধরে পৌর রাস্তা অবৈধ দখলমুক্ত করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে কোনো ফল না পাওয়ায় গত মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাসলিম আক্তারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করে হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. তাসলিম আক্তার বলেন, কোনো রাস্তা কেউ দখল করতে পারবে না। প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।