ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

তিতুদহ ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় মিজানুর রহমান টিপুকে আ.লীগ থেকে অব্যহতি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৫৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে প্রার্থী হওয়ায় মিজানুর রহমান টিপুকে চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক থেকে অব্যহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদৎ হোনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৭ই ফেব্রুয়ারি তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিজানুর রহমান টিপু চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনে অংশগ্রহণ করে। এ ব্যাপারে গত ১৮ জানুয়ারি বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য তাকে পত্র প্রেরণ করা হয়। কিন্তু তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করে নির্বাচনী কর্মকাণ্ড অব্যহত রাখার কারণে গত ২৮ জানুয়ারি চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগ এবং তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকদের সমন্বয়ে এক বিশেষ বর্ধিত সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক মিজানুর রহমান টিপুকে দলীয় পদ থেকে অব্যহতি ও স্থায়ীভাবে বহিস্কারের জন্য শোকজপত্র প্রেরণ করা হয় এবং তিন দিনের মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার জন্য বলা হয়।

উক্ত সভায় আরও সিদ্ধান্ত হয় যে তিনি সন্তোষজনক জবাব না দিলে দলীয় পদ থেকে অব্যহতি দেওয়া হবে। বিধায় শোকজ পত্রের সন্তোষজনক জবাব না দেওয়া ও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনী কর্মকাণ্ড অব্যহত রাখার কারণে গঠনতন্ত্রের ধারা ৪৭-এর (ধ) মোতাবেক মিজানুর রহমান টিপুকে চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদ থেকে অব্যহতি দেওয়া হলো।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

তিতুদহ ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় মিজানুর রহমান টিপুকে আ.লীগ থেকে অব্যহতি

আপলোড টাইম : ০৭:৫৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে প্রার্থী হওয়ায় মিজানুর রহমান টিপুকে চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক থেকে অব্যহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদৎ হোনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৭ই ফেব্রুয়ারি তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিজানুর রহমান টিপু চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনে অংশগ্রহণ করে। এ ব্যাপারে গত ১৮ জানুয়ারি বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য তাকে পত্র প্রেরণ করা হয়। কিন্তু তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করে নির্বাচনী কর্মকাণ্ড অব্যহত রাখার কারণে গত ২৮ জানুয়ারি চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগ এবং তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকদের সমন্বয়ে এক বিশেষ বর্ধিত সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক মিজানুর রহমান টিপুকে দলীয় পদ থেকে অব্যহতি ও স্থায়ীভাবে বহিস্কারের জন্য শোকজপত্র প্রেরণ করা হয় এবং তিন দিনের মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার জন্য বলা হয়।

উক্ত সভায় আরও সিদ্ধান্ত হয় যে তিনি সন্তোষজনক জবাব না দিলে দলীয় পদ থেকে অব্যহতি দেওয়া হবে। বিধায় শোকজ পত্রের সন্তোষজনক জবাব না দেওয়া ও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনী কর্মকাণ্ড অব্যহত রাখার কারণে গঠনতন্ত্রের ধারা ৪৭-এর (ধ) মোতাবেক মিজানুর রহমান টিপুকে চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদ থেকে অব্যহতি দেওয়া হলো।