ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

তিতুদহের বিভিন্ন গ্রামে গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

আসন্ন তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন ঘোড়া প্রতীকে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের পর ইউনিয়নের বড়শলুয়া, ছোটশলুয়া, বলদিয়াসহ  বিভিন্ন গ্রামের সাধারণ ভোটারসহ সর্বস্তরের মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।

এসময় তিনি বলেন, ‘আমি কেমন মানুষ, সেটা মানুষের ভালোবাসা দেখলেই বোঝা যায়। কারণ, আমার লক্ষ্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এলাকার সাধারণ মানুষের ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছানো। আর এরই প্রেক্ষিতে এলাকার সাধারণ পরিবারের মধ্যে শিক্ষার আলো খুব সহজে পৌঁছে দেওয়ার জন্য নিজেই বড়শলুয়া নিউ মডেল কলেজে স্থাপন করি, যার একমাত্র দাতা আমি। এছাড়াও একই গ্রামেই নিজের অর্থায়নে আরাফাত হোসেন স্মরণী বিদ্যাপীঠ নামের একটি বিদ্যালয় স্থাপন করি। যার ফলে ইতঃমধ্যে আমার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অগণিত শিক্ষার্থী সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন প্রান্তে চাকরি করে নিজেকে স্বাবলম্বী করতে পেরেছে। শুধু তাই নয়, এলাকার সকল প্রকার অসহায় মানুষের জন্য অনেক পূর্বে থেকেই কাজ করে চলেছি আমি। তাই ৭ ফেব্রুয়ারি নির্বাচনে সবাই আমার ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন, এটাই আমার চাওয়া।’

এসময় উপস্থিত ছিলেন আরাফাত হোসেন স্মরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নাফিয়া ইয়াসমিন, ছোটশলুয়া গ্রামের শুকুর আলী, মজনু, মিজানুর, মতিয়ার, সুজা আলী, নাজমুল, রাজ্জাক, একই গ্রামের বিল পাড়ার দেলোয়ার, হারুন, ইছারদ্দী, মিনাজ, নুর ইসলাম, আকবর আলী, সিদ্দিক আলী, বকুল, রনি, লিটন, আয়ুব আলী, বড়শলুয়া গ্রামের সবুজ, হাবিবুর, ওহেদ, রাকিব, তৌহিদুল মাস্টার, শরিফুল, রিপন, রুহুল, আক্তারুল, সজিব, হৃদয়, মোস্তফা, শরিফ, নাজমুল, মিল্টন, সাইদুর, হামিদ, আহাদ, মানিক, মামুন, রাসেল, সেলিম, শিলন, রাফিজ উদ্দীন মাস্টার, বলদিয়া গ্রামের ইউনুস, জামাল, পারভেজ, মামুন, হাসানসহ আরও অনেকে। (বিজ্ঞপ্তি)

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

তিতুদহের বিভিন্ন গ্রামে গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন

আপলোড টাইম : ০৯:২৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২

আসন্ন তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন ঘোড়া প্রতীকে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের পর ইউনিয়নের বড়শলুয়া, ছোটশলুয়া, বলদিয়াসহ  বিভিন্ন গ্রামের সাধারণ ভোটারসহ সর্বস্তরের মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।

এসময় তিনি বলেন, ‘আমি কেমন মানুষ, সেটা মানুষের ভালোবাসা দেখলেই বোঝা যায়। কারণ, আমার লক্ষ্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এলাকার সাধারণ মানুষের ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছানো। আর এরই প্রেক্ষিতে এলাকার সাধারণ পরিবারের মধ্যে শিক্ষার আলো খুব সহজে পৌঁছে দেওয়ার জন্য নিজেই বড়শলুয়া নিউ মডেল কলেজে স্থাপন করি, যার একমাত্র দাতা আমি। এছাড়াও একই গ্রামেই নিজের অর্থায়নে আরাফাত হোসেন স্মরণী বিদ্যাপীঠ নামের একটি বিদ্যালয় স্থাপন করি। যার ফলে ইতঃমধ্যে আমার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অগণিত শিক্ষার্থী সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন প্রান্তে চাকরি করে নিজেকে স্বাবলম্বী করতে পেরেছে। শুধু তাই নয়, এলাকার সকল প্রকার অসহায় মানুষের জন্য অনেক পূর্বে থেকেই কাজ করে চলেছি আমি। তাই ৭ ফেব্রুয়ারি নির্বাচনে সবাই আমার ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন, এটাই আমার চাওয়া।’

এসময় উপস্থিত ছিলেন আরাফাত হোসেন স্মরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নাফিয়া ইয়াসমিন, ছোটশলুয়া গ্রামের শুকুর আলী, মজনু, মিজানুর, মতিয়ার, সুজা আলী, নাজমুল, রাজ্জাক, একই গ্রামের বিল পাড়ার দেলোয়ার, হারুন, ইছারদ্দী, মিনাজ, নুর ইসলাম, আকবর আলী, সিদ্দিক আলী, বকুল, রনি, লিটন, আয়ুব আলী, বড়শলুয়া গ্রামের সবুজ, হাবিবুর, ওহেদ, রাকিব, তৌহিদুল মাস্টার, শরিফুল, রিপন, রুহুল, আক্তারুল, সজিব, হৃদয়, মোস্তফা, শরিফ, নাজমুল, মিল্টন, সাইদুর, হামিদ, আহাদ, মানিক, মামুন, রাসেল, সেলিম, শিলন, রাফিজ উদ্দীন মাস্টার, বলদিয়া গ্রামের ইউনুস, জামাল, পারভেজ, মামুন, হাসানসহ আরও অনেকে। (বিজ্ঞপ্তি)