ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

তিতুদহের চোঁখ বেধে হাঁস ধরা খেলা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৩৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

আকিমুল ইসলাম তিতুদহ: ঈদের আমেজ ধরে রাখতে মানুষের ভিতরে নানা ধরনের আনুষ্ঠানিকতা লক্ষ্য করা গেলেও এবছর একটি ভিন্ন ধরনের খেলার আয়োজন করেছে একটি যুব সংঘ। গত সোমবার চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে নুরুল্লাপুর ব্রীজ সংলগ্ন মাঠে গিরিশনগর বাজার পাড়া যুব সমাজের কতৃক আয়োজন করে ঐতিহ্যবাহী চোখ বেঁধে হাঁস ধরা খেলা। মাইকিং করে এলকার ভিতরে খেলার প্রচার দিলে শতশত ছেলে ও মেয়ে ভীড় জমায় খেলার আশেপাশে। নেট জাতীয় জাল দিয়ে বৃত্তাকার করে তারমধ্যে যুবক ছেলেদের চোখে গামছা বেঁধে অন্ধ সাজিয়ে একটি সুস্থ হাঁস ধরা দেখতে মানুষের কমতি ছিলনা।

খেলায় আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন পরিষদের দফাদার সমারেজ আলী, মাবুদ, বক্কর, সোহাগ, বিপুল, শাহাজান, কবির, সাগর, লাবু, ইকলাছ, তপু, রাশেদুল ইসলাম। খলায় তিনটি রাউন্ডে নিশান, মামুন ও রিজাবুল বিজয়ী হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

তিতুদহের চোঁখ বেধে হাঁস ধরা খেলা অনুষ্ঠিত

আপলোড টাইম : ০২:৩৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২

আকিমুল ইসলাম তিতুদহ: ঈদের আমেজ ধরে রাখতে মানুষের ভিতরে নানা ধরনের আনুষ্ঠানিকতা লক্ষ্য করা গেলেও এবছর একটি ভিন্ন ধরনের খেলার আয়োজন করেছে একটি যুব সংঘ। গত সোমবার চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে নুরুল্লাপুর ব্রীজ সংলগ্ন মাঠে গিরিশনগর বাজার পাড়া যুব সমাজের কতৃক আয়োজন করে ঐতিহ্যবাহী চোখ বেঁধে হাঁস ধরা খেলা। মাইকিং করে এলকার ভিতরে খেলার প্রচার দিলে শতশত ছেলে ও মেয়ে ভীড় জমায় খেলার আশেপাশে। নেট জাতীয় জাল দিয়ে বৃত্তাকার করে তারমধ্যে যুবক ছেলেদের চোখে গামছা বেঁধে অন্ধ সাজিয়ে একটি সুস্থ হাঁস ধরা দেখতে মানুষের কমতি ছিলনা।

খেলায় আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন পরিষদের দফাদার সমারেজ আলী, মাবুদ, বক্কর, সোহাগ, বিপুল, শাহাজান, কবির, সাগর, লাবু, ইকলাছ, তপু, রাশেদুল ইসলাম। খলায় তিনটি রাউন্ডে নিশান, মামুন ও রিজাবুল বিজয়ী হয়।