ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার নির্বাচনী তফসিল

সভাপতি-সম্পাদক পদে নির্বাচন ৮ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:২০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • / ২ বার পড়া হয়েছে

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক)-এর ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। গত রোববার প্রধান নির্বাচন কমিশনার মো. মহসিন কবির এই নির্বাচনী তফসিল ঘোষণা করেন। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য প্রার্থী ও ভোটারদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে মনোনয়নপত্র দাখিল, আপিল এবং নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনী তফসিলে জানানো হয়, তফসিল ঘোষণার পর থেকে ২৪ অক্টোবর রাত নয়টা পর্যন্ত নির্বাচনের রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলামের নিকট থেকে মনোনয়ন উত্তোলন করা যাবে। এবং ২৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত পূরণকৃত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৭ অক্টোবর। আপিল শুনানি ২৮ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ অক্টোবর। প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ৩১ অক্টোবর এবং ৮ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বেলা ১টা থেকে ২টা পর্যন্ত ১ ঘণ্টা নামাজের বিরতি থাকবে। এবং ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল কুদ্দুস, মো. আ. রহমান জোয়ার্দ্দার, এস কে তরিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন তাজ ও মিথুন কুমার সাহা।
উল্লেখ্য, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (উটঝঅঈ) এর গঠনতন্ত্রের ১৯ ধারা অনুযায়ী কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদের জন্য এ নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. মহসিন কবির। তিনি বলেন, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা এই সংগঠনের মাধ্যমে অনেক ভালো ভালো কাজ করে থাকে। তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সকল প্রার্থী ও ভোটারদের নির্বাচনী বিধি মেনে চলার আহ্বান জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার নির্বাচনী তফসিল

সভাপতি-সম্পাদক পদে নির্বাচন ৮ নভেম্বর

আপলোড টাইম : ১০:২০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক)-এর ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। গত রোববার প্রধান নির্বাচন কমিশনার মো. মহসিন কবির এই নির্বাচনী তফসিল ঘোষণা করেন। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য প্রার্থী ও ভোটারদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে মনোনয়নপত্র দাখিল, আপিল এবং নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনী তফসিলে জানানো হয়, তফসিল ঘোষণার পর থেকে ২৪ অক্টোবর রাত নয়টা পর্যন্ত নির্বাচনের রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলামের নিকট থেকে মনোনয়ন উত্তোলন করা যাবে। এবং ২৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত পূরণকৃত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৭ অক্টোবর। আপিল শুনানি ২৮ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ অক্টোবর। প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ৩১ অক্টোবর এবং ৮ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বেলা ১টা থেকে ২টা পর্যন্ত ১ ঘণ্টা নামাজের বিরতি থাকবে। এবং ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল কুদ্দুস, মো. আ. রহমান জোয়ার্দ্দার, এস কে তরিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন তাজ ও মিথুন কুমার সাহা।
উল্লেখ্য, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (উটঝঅঈ) এর গঠনতন্ত্রের ১৯ ধারা অনুযায়ী কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদের জন্য এ নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. মহসিন কবির। তিনি বলেন, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা এই সংগঠনের মাধ্যমে অনেক ভালো ভালো কাজ করে থাকে। তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সকল প্রার্থী ও ভোটারদের নির্বাচনী বিধি মেনে চলার আহ্বান জানান।