ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

ডিঙ্গেদাহ বাজারের পাঁচ দোকানের টিনকেটে চুরি: চোর আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • / ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে পাঁচটি দোকানে টিনকেটে চুরি করে নামার সময় রাজন আহম্মেদ নামের এক ব্যক্তিকে (৩০) আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা।

এ ঘটনায় ডিঙ্গেদহ বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী আবু বক্কর বাদী হয়ে সদর থানায় গ্রেপ্তারকৃত চোরের বিরুদ্ধে মামলা করেছে। গ্রেপ্তরকৃত রাজন আহম্মেদ ঝিনাইদহ জেলোর কোর্টচাদপুর থানার মান্দারবাড়ী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাতে ডিঙ্গেদাহ বাজারের মেসার্স আকাশ ট্রেডার্স (হার্ডওয়ার) এর দোকানের টিনের চাল কেটে ভিতরে ঢোকে রাজন। পরে সেখান থেকে নগদ টাকাসহ বিভিন্ন্ মালামাল নিয়ে পাশের দোকানে অন্য একটি দোকানে ঢোকে। নাইটগার্ড রিপন টিনকেটে চুরির বিষয়টি বুঝতে পেরে দোকান মালিকদের সংবাদ দেন। পরে দোকান মালিকসহ বাজারের সভাপতিসহ স্থানীয়রা উপস্থিত হলে একটি দোকানের টিনের উপর থেকে চোর রাজনকে আটক করা হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে স্থানীয়দের সামনে নগদ ৩০ হাজার ৩শ’ ৩১টাকা টাকাসহ কয়েক প্যাকেট সিগারেট দুটি বডি স্প্রে, এক বক্স ক্রিম রোলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেন।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, চোর রাজন ওই এলাকায় কলার ব্যবসা করতেন। ফলে ডিঙ্গেদাহ বাজারের লোকজনের সাথে তার পূর্ব পরিচিত ছিলো। ওই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন দোকানে চুরি করার সিদ্ধান্ত নেই সে। গ্রেপ্তারকৃত সুজনকে সংশ্লিষ্ট মামলায় আটক দেখিয়ে গতকালই তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ডিঙ্গেদাহ বাজারের পাঁচ দোকানের টিনকেটে চুরি: চোর আটক

আপলোড টাইম : ০৯:৪২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে পাঁচটি দোকানে টিনকেটে চুরি করে নামার সময় রাজন আহম্মেদ নামের এক ব্যক্তিকে (৩০) আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা।

এ ঘটনায় ডিঙ্গেদহ বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী আবু বক্কর বাদী হয়ে সদর থানায় গ্রেপ্তারকৃত চোরের বিরুদ্ধে মামলা করেছে। গ্রেপ্তরকৃত রাজন আহম্মেদ ঝিনাইদহ জেলোর কোর্টচাদপুর থানার মান্দারবাড়ী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাতে ডিঙ্গেদাহ বাজারের মেসার্স আকাশ ট্রেডার্স (হার্ডওয়ার) এর দোকানের টিনের চাল কেটে ভিতরে ঢোকে রাজন। পরে সেখান থেকে নগদ টাকাসহ বিভিন্ন্ মালামাল নিয়ে পাশের দোকানে অন্য একটি দোকানে ঢোকে। নাইটগার্ড রিপন টিনকেটে চুরির বিষয়টি বুঝতে পেরে দোকান মালিকদের সংবাদ দেন। পরে দোকান মালিকসহ বাজারের সভাপতিসহ স্থানীয়রা উপস্থিত হলে একটি দোকানের টিনের উপর থেকে চোর রাজনকে আটক করা হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে স্থানীয়দের সামনে নগদ ৩০ হাজার ৩শ’ ৩১টাকা টাকাসহ কয়েক প্যাকেট সিগারেট দুটি বডি স্প্রে, এক বক্স ক্রিম রোলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেন।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, চোর রাজন ওই এলাকায় কলার ব্যবসা করতেন। ফলে ডিঙ্গেদাহ বাজারের লোকজনের সাথে তার পূর্ব পরিচিত ছিলো। ওই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন দোকানে চুরি করার সিদ্ধান্ত নেই সে। গ্রেপ্তারকৃত সুজনকে সংশ্লিষ্ট মামলায় আটক দেখিয়ে গতকালই তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।