ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

টাকা-মোটরসাইকেলসহ ছিনতাইকারী আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
  • / ১৬ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগরে গ্রামীণ ফোন কোম্পানির প্রতিনিধির কাছ থেকে টাকা, মোবাইল ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা হয়েছে। গতকাল বুধবার উপজেলার মিনাজপুর গ্রামের পাথরা মাঠের রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যক্তি বাদী হয়ে জীবননগর থানায় লিখিত অভিযোগ দিলে এসআই নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাঁকা ইউনিয়নের পাথিলা গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. রানাকে (৩২) ৩৯ হাজার ৮২০ টাকা, মোবাইল ও মোটরসাইকেলসহ আটক করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে গ্রামীণ ফোন কোম্পানির এক প্রতিনিধি মিনাজপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বাঁকা গ্রামের ঘরজামাই রানা তাকে মারধর করে টাকা, মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, গতকাল গ্রামীণ ফোন কোম্পানির এক প্রতিনিধি ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে তিনি অভিযোগ পান। সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে রানা নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে জীবননগর থানায় একটি ছিনতাইয়ের মামলা করা হয়েছে। উপজেলায় এ ধরণের কোনো ঘটনা যাতে না ঘটে, সে জন্য পুলিশ তৎপর আছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

টাকা-মোটরসাইকেলসহ ছিনতাইকারী আটক

আপলোড টাইম : ০৪:২৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

জীবননগর অফিস:
জীবননগরে গ্রামীণ ফোন কোম্পানির প্রতিনিধির কাছ থেকে টাকা, মোবাইল ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা হয়েছে। গতকাল বুধবার উপজেলার মিনাজপুর গ্রামের পাথরা মাঠের রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যক্তি বাদী হয়ে জীবননগর থানায় লিখিত অভিযোগ দিলে এসআই নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাঁকা ইউনিয়নের পাথিলা গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. রানাকে (৩২) ৩৯ হাজার ৮২০ টাকা, মোবাইল ও মোটরসাইকেলসহ আটক করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে গ্রামীণ ফোন কোম্পানির এক প্রতিনিধি মিনাজপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বাঁকা গ্রামের ঘরজামাই রানা তাকে মারধর করে টাকা, মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, গতকাল গ্রামীণ ফোন কোম্পানির এক প্রতিনিধি ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে তিনি অভিযোগ পান। সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে রানা নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে জীবননগর থানায় একটি ছিনতাইয়ের মামলা করা হয়েছে। উপজেলায় এ ধরণের কোনো ঘটনা যাতে না ঘটে, সে জন্য পুলিশ তৎপর আছে।