ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

ঝিনাইদহে বৈদ্যুতিক ট্রান্সমিটারসহ সেচ পাম্পের মোটর চুরি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / ৩৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক, তিতুদহ: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর থেকে দুটি বৈদ্যুতিক ট্রান্সমিটার ও মাঠ থেকে একটি সেচ পাম্পের মোটর চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন, অভিজ্ঞ লোক ছাড়া বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করা সম্ভব নয়।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। সারা রাতের ভেতরে আর আসেনি। সকাল স্থানীয় লোকজন দেখতে পায় গোবিন্দপুর গ্রামের পূর্বপাড়ার ঈদগাহ মাঠের পাশে মেইন রাস্তার সাথে বৈদ্যুতিক খুঁটির ট্রান্সমিটারটি খুঁটি থেকে নামিয়ে ট্রান্সমিটার ভেঙে কপারের তার, কয়েল ও তেল চুরি করে নিয়ে গেছে চোর চক্র। এছাড়াও বংকিরা পান্তা মাঠ নামক স্থান থেকে গোবিন্দপুর গ্রামের আব্দুল কুদ্দুসের কৃষিকাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সমিটার ও সেচ পাম্পের মোটরটি চুরি করে নিয়ে গেছে চোর চক্র। এর মাসখানেক আগে পাশ্ববর্তী বংকিরা থেকে ৩টি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

এদিকে, উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন অবস্থায় বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সমিটার চুরির বিষয়টি যেমন সহজ নয়, আবার বৈদ্যুতিক বিষয়ে অনভিজ্ঞ কোনো ব্যক্তির দ্বারা ট্রান্সমিটার চুরি করাও অসম্ভব বলে ধারণা করছেন স্থানীয় লোকজন। এমন কাজের সাথে কারা জড়িত, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবি জানান স্থানীয়রা।

কৃষিকাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সমিটার গ্রাহক গোবিন্দপুর গ্রামের ফকির চাঁদ মণ্ডলের ছেলে আব্দুল কুদ্দুস বলেন, সন্ধ্যারাতেও বৈদ্যুতিক ট্রান্সমিটারটি ছিল। সকালে গ্রামে রাস্তার পাশ থেকে ট্রান্সমিটার চুরির কথা শুনে মাঠে গিয়ে দেখি আমার ট্রান্সমিটারটিরও খাপ ছাড়া ভেতরে কিছুই নেই। সেই সাথে আমার সেচ পাম্প ঘরের তালা ভেঙে সেচ পাম্পের মোটরটিও নিয়ে গেছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে তিনি জানান।

এ বিষয়ে বংকিরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই শহীদুল্লাহ্ কায়সারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ট্রান্সমিটার চুরির বিষয়ে আমি শুনেছি, তবে এ বিষয়ে আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে বৈদ্যুতিক ট্রান্সমিটারসহ সেচ পাম্পের মোটর চুরি

আপলোড টাইম : ০৯:০০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

প্রতিবেদক, তিতুদহ: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর থেকে দুটি বৈদ্যুতিক ট্রান্সমিটার ও মাঠ থেকে একটি সেচ পাম্পের মোটর চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন, অভিজ্ঞ লোক ছাড়া বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করা সম্ভব নয়।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। সারা রাতের ভেতরে আর আসেনি। সকাল স্থানীয় লোকজন দেখতে পায় গোবিন্দপুর গ্রামের পূর্বপাড়ার ঈদগাহ মাঠের পাশে মেইন রাস্তার সাথে বৈদ্যুতিক খুঁটির ট্রান্সমিটারটি খুঁটি থেকে নামিয়ে ট্রান্সমিটার ভেঙে কপারের তার, কয়েল ও তেল চুরি করে নিয়ে গেছে চোর চক্র। এছাড়াও বংকিরা পান্তা মাঠ নামক স্থান থেকে গোবিন্দপুর গ্রামের আব্দুল কুদ্দুসের কৃষিকাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সমিটার ও সেচ পাম্পের মোটরটি চুরি করে নিয়ে গেছে চোর চক্র। এর মাসখানেক আগে পাশ্ববর্তী বংকিরা থেকে ৩টি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

এদিকে, উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন অবস্থায় বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সমিটার চুরির বিষয়টি যেমন সহজ নয়, আবার বৈদ্যুতিক বিষয়ে অনভিজ্ঞ কোনো ব্যক্তির দ্বারা ট্রান্সমিটার চুরি করাও অসম্ভব বলে ধারণা করছেন স্থানীয় লোকজন। এমন কাজের সাথে কারা জড়িত, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবি জানান স্থানীয়রা।

কৃষিকাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সমিটার গ্রাহক গোবিন্দপুর গ্রামের ফকির চাঁদ মণ্ডলের ছেলে আব্দুল কুদ্দুস বলেন, সন্ধ্যারাতেও বৈদ্যুতিক ট্রান্সমিটারটি ছিল। সকালে গ্রামে রাস্তার পাশ থেকে ট্রান্সমিটার চুরির কথা শুনে মাঠে গিয়ে দেখি আমার ট্রান্সমিটারটিরও খাপ ছাড়া ভেতরে কিছুই নেই। সেই সাথে আমার সেচ পাম্প ঘরের তালা ভেঙে সেচ পাম্পের মোটরটিও নিয়ে গেছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে তিনি জানান।

এ বিষয়ে বংকিরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই শহীদুল্লাহ্ কায়সারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ট্রান্সমিটার চুরির বিষয়ে আমি শুনেছি, তবে এ বিষয়ে আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি।