ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

ঝিনাইদহে পাকা ধানের গাদায় আগুন দিল দুর্বৃত্তরা

কৃষকের প্রায় দেড় লক্ষাধিক টাকা ক্ষতি

প্রতিবেদক, ঝিনাইদহ:
  • আপলোড টাইম : ১১:২৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • / ৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহের বকশিপুর গ্রামে নাসির উদ্দিন নামের এক কৃষকের দুই বিঘা জমির পাকা ধানের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে নাসির উদ্দিন খবর পান মাঠে গাদা দিয়ে রাখা তার জমির ধান আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সাগান্না ইউনিয়নের বকশিপুর গ্রামের মাঠে অজ্ঞাতরা আগুন দিয়ে ধানগুলো পুড়িয়ে বিনষ্ট করে।
কৃষক নাসির উদ্দিন বলেন, ‘আমি একজন বর্গাচাষী, অন্যের জমি লিজ নিয়ে ধান চাষ করেছিলাম। গত রোববার পাকা ধান কাটার পর মঙ্গলবার সকালে শ্রমিক দিয়ে ধানের খড়ের বিচালি বাধা হয়। পরে তা আলাদা করে গাদা দিয়ে রাখা হয়। রাতে ওই ধানে কে বা কারা আগুন ধরিয়ে দিলে সব ধান পুড়ে ছাই হয়ে যায়।’
তিনি বলেন, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাঠে এসে দেখি পালা দিয়ে রাখা সব ধান পুড়িয়ে দেয়া হয়েছে। এতে প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে। যারা আমার কষ্টের ফসলের এভাবে ক্ষতি করেছে, আমি তাদের শাস্তির দাবি জানাচ্ছি।’

স্থানীয় কৃষক বশির উদ্দিন জানান, ‘এমন ন্যাক্কারজনক ঘটনা মেনে নেয়া যায় না। নাসির উদ্দিন একজন বর্গা চাষী, তার নিজের কোনো জমি নেই। দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে তার যে আর্থিক ক্ষতি হয়েছে, তা পূরণ হবার নয়। আমরা দোষীদের শাস্তি চাই।’
এদিকে, খবর পেয়ে সাগান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আলাউদ্দিন আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘নাসির উদ্দিন গরিব কৃষক। যারা তার ধান পুড়িয়ে দিয়েছে, তারা মানুষ নয়। এদের আইনের আওতায় এনে কঠিন বিচার করা উচিত।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে পাকা ধানের গাদায় আগুন দিল দুর্বৃত্তরা

কৃষকের প্রায় দেড় লক্ষাধিক টাকা ক্ষতি

আপলোড টাইম : ১১:২৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

ঝিনাইদহের বকশিপুর গ্রামে নাসির উদ্দিন নামের এক কৃষকের দুই বিঘা জমির পাকা ধানের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে নাসির উদ্দিন খবর পান মাঠে গাদা দিয়ে রাখা তার জমির ধান আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সাগান্না ইউনিয়নের বকশিপুর গ্রামের মাঠে অজ্ঞাতরা আগুন দিয়ে ধানগুলো পুড়িয়ে বিনষ্ট করে।
কৃষক নাসির উদ্দিন বলেন, ‘আমি একজন বর্গাচাষী, অন্যের জমি লিজ নিয়ে ধান চাষ করেছিলাম। গত রোববার পাকা ধান কাটার পর মঙ্গলবার সকালে শ্রমিক দিয়ে ধানের খড়ের বিচালি বাধা হয়। পরে তা আলাদা করে গাদা দিয়ে রাখা হয়। রাতে ওই ধানে কে বা কারা আগুন ধরিয়ে দিলে সব ধান পুড়ে ছাই হয়ে যায়।’
তিনি বলেন, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাঠে এসে দেখি পালা দিয়ে রাখা সব ধান পুড়িয়ে দেয়া হয়েছে। এতে প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে। যারা আমার কষ্টের ফসলের এভাবে ক্ষতি করেছে, আমি তাদের শাস্তির দাবি জানাচ্ছি।’

স্থানীয় কৃষক বশির উদ্দিন জানান, ‘এমন ন্যাক্কারজনক ঘটনা মেনে নেয়া যায় না। নাসির উদ্দিন একজন বর্গা চাষী, তার নিজের কোনো জমি নেই। দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে তার যে আর্থিক ক্ষতি হয়েছে, তা পূরণ হবার নয়। আমরা দোষীদের শাস্তি চাই।’
এদিকে, খবর পেয়ে সাগান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আলাউদ্দিন আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘নাসির উদ্দিন গরিব কৃষক। যারা তার ধান পুড়িয়ে দিয়েছে, তারা মানুষ নয়। এদের আইনের আওতায় এনে কঠিন বিচার করা উচিত।’