ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

জয়রামপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ ময়দা দিয়ে কেক, বিস্কুট ও পাউরুটি তৈরির অপরাধে দুই বেকারিকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। জরিমানাকৃত প্রতিষ্ঠান দুটি হলো- জয়রামপুরের মেসার্স বন্ধু বেকারি ও মেসার্স মা-বাবার দোয়া বেকারি।

অভিযান সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার জয়রামপুর মোড়ে অবস্থিত মেসার্স বন্ধু বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। এছাড়াও তৈরি করা পণ্যের যথাযথ মোড়কীকরণবিধি ‘মেয়াদ, মূল্য ইত্যাদি’ অমান্য করে বাজারজাত করা হচ্ছিল। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মফিজুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনিয়মগুলো সংশোধনের নির্দেশনা দেওয়া হয়।

পরবর্তীতে একই এলাকার মেসার্স মা-বাবার দোয়া বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, মেয়াদ উত্তীর্ণ ময়দা দিয়ে কেক, বিস্কুট ও পাউরুটি তৈরির দৃশ্য। এছাড়াও যথাযথ মোড়কীকরণবিধি ও স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রবিউল ইসলামকে ৩৭ ও ৫১ ধারায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জয়রামপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান

আপলোড টাইম : ০৯:০০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ ময়দা দিয়ে কেক, বিস্কুট ও পাউরুটি তৈরির অপরাধে দুই বেকারিকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। জরিমানাকৃত প্রতিষ্ঠান দুটি হলো- জয়রামপুরের মেসার্স বন্ধু বেকারি ও মেসার্স মা-বাবার দোয়া বেকারি।

অভিযান সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার জয়রামপুর মোড়ে অবস্থিত মেসার্স বন্ধু বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। এছাড়াও তৈরি করা পণ্যের যথাযথ মোড়কীকরণবিধি ‘মেয়াদ, মূল্য ইত্যাদি’ অমান্য করে বাজারজাত করা হচ্ছিল। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মফিজুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনিয়মগুলো সংশোধনের নির্দেশনা দেওয়া হয়।

পরবর্তীতে একই এলাকার মেসার্স মা-বাবার দোয়া বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, মেয়াদ উত্তীর্ণ ময়দা দিয়ে কেক, বিস্কুট ও পাউরুটি তৈরির দৃশ্য। এছাড়াও যথাযথ মোড়কীকরণবিধি ও স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রবিউল ইসলামকে ৩৭ ও ৫১ ধারায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।