ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, সকল পণ্যের মূল্য বৃদ্ধির ও ভোলার পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা আ. রহিমকে হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার পৃথক আয়োজনে এ কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গা:
গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সন্ধ্যায় ভিমরুল্লায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে চুয়াডাঙ্গা পৌর ১ নস্বর ওয়ার্ড বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আবু বকর সিদ্দিক আবু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন ও পৌর বিএনপির সাবেক সহসভাপতি শহর আলী। এছাড়া বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু।

হারুন অর রশিদ হারুনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি নুর আব্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী, ১ নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক লাল্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খান, সহসাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা যুবদলের সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুল হক, পৌর ছাত্রদলের সদস্য শাহরুখসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

সমাবেশে বক্তারা বলেন, ভোলায় পুলিশ পরিকল্পিতভাবে বিএনপির মিছিলে গুলিবর্ষণ করেছে। পুলিশ দিয়ে হামলা-মামলা-গুম করে আমাদের কাক্সিক্ষত লক্ষ্য থেকে দূরে সরানো যাবে না। অচিরেই তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সব অনাচারের বিচার এই দেশেই হবে এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে।

মেহেরপুর:
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, সকল পণ্যের মূল্য বৃদ্ধির ও ভোলার পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা আ. রহিমকে হত্যার প্রতিবাদে মেহেরপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর শহরের কাথুলী বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শহিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিপন, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল মিণ্টু, ছাত্রদল নেতা আকিব জাভেদ সিনজিন, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা প্রমুখ। এসময় মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা

আপলোড টাইম : ১০:৩২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২

সমীকরণ প্রতিবেদন: জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, সকল পণ্যের মূল্য বৃদ্ধির ও ভোলার পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা আ. রহিমকে হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার পৃথক আয়োজনে এ কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গা:
গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সন্ধ্যায় ভিমরুল্লায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে চুয়াডাঙ্গা পৌর ১ নস্বর ওয়ার্ড বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আবু বকর সিদ্দিক আবু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন ও পৌর বিএনপির সাবেক সহসভাপতি শহর আলী। এছাড়া বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু।

হারুন অর রশিদ হারুনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি নুর আব্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী, ১ নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক লাল্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খান, সহসাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা যুবদলের সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুল হক, পৌর ছাত্রদলের সদস্য শাহরুখসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

সমাবেশে বক্তারা বলেন, ভোলায় পুলিশ পরিকল্পিতভাবে বিএনপির মিছিলে গুলিবর্ষণ করেছে। পুলিশ দিয়ে হামলা-মামলা-গুম করে আমাদের কাক্সিক্ষত লক্ষ্য থেকে দূরে সরানো যাবে না। অচিরেই তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সব অনাচারের বিচার এই দেশেই হবে এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে।

মেহেরপুর:
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, সকল পণ্যের মূল্য বৃদ্ধির ও ভোলার পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা আ. রহিমকে হত্যার প্রতিবাদে মেহেরপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর শহরের কাথুলী বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শহিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিপন, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল মিণ্টু, ছাত্রদল নেতা আকিব জাভেদ সিনজিন, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা প্রমুখ। এসময় মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।