ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

জীবননগর হাসপাতালে অজ্ঞাত মধ্যবয়সী নারীর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:

জীবননগর হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত মধ্যবয়সী এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, গত শুক্রবার দুপুরের দিকে জীবননগর হাসপাতাল চত্বরের ফুল বাগানের নিকট কে বা কারা অজ্ঞাত মধ্যবয়সী এক নারীকে অজ্ঞান অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে তাঁকে জরুরি বিভাগে নেয়। তাঁর শরীরে নিম্নাংশ আগুনে ঝলসানো ছিল। দুই দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বিকেলে তাঁর মৃত্যু হয়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার দুপুরের দিকে কে বা কারা অজ্ঞাত নারীকে হাসপাতালের সামনে রেখে যায়। পরে তাঁকে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি করে চিকিৎসা প্রদান করে। তাঁর নিম্নাংশ আগুনো ঝলসানো ছিল। এখন পর্যন্ত তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, অজ্ঞাত নারী একজন মানসিক প্রতিবন্ধী। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে  ঘোরাঘুরি করতেন। অজ্ঞাত হওয়ায় তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। পরিচয় পাওয়া না গেলে আজ সোমবার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সকাল ৯টায় জীবননগর কেন্দ্রীয় গোরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগর হাসপাতালে অজ্ঞাত মধ্যবয়সী নারীর মৃত্যু

আপলোড টাইম : ০৯:৩৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

জীবননগর অফিস:

জীবননগর হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত মধ্যবয়সী এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, গত শুক্রবার দুপুরের দিকে জীবননগর হাসপাতাল চত্বরের ফুল বাগানের নিকট কে বা কারা অজ্ঞাত মধ্যবয়সী এক নারীকে অজ্ঞান অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে তাঁকে জরুরি বিভাগে নেয়। তাঁর শরীরে নিম্নাংশ আগুনে ঝলসানো ছিল। দুই দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বিকেলে তাঁর মৃত্যু হয়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার দুপুরের দিকে কে বা কারা অজ্ঞাত নারীকে হাসপাতালের সামনে রেখে যায়। পরে তাঁকে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি করে চিকিৎসা প্রদান করে। তাঁর নিম্নাংশ আগুনো ঝলসানো ছিল। এখন পর্যন্ত তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, অজ্ঞাত নারী একজন মানসিক প্রতিবন্ধী। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে  ঘোরাঘুরি করতেন। অজ্ঞাত হওয়ায় তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। পরিচয় পাওয়া না গেলে আজ সোমবার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সকাল ৯টায় জীবননগর কেন্দ্রীয় গোরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।