ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

জীবননগর ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ে নবীণবরণ ও বিদায় অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
  • / ৩৯ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীণবরণ অনুিষ্ঠত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় জীবননগর উপজেলার ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আহসান হাবীব বকুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্ত্যবে বলেন, একটি শিক্ষিত সমাজ পাল্টে দিতে পারে গোটা সমাজটাকে। আর দেশে উন্নয়নের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। আজকে যারা বিদায় নিচ্ছে এটা কোনো বিদায় নই, এটা সাময়িক বিদায়। যদি কোনো উচ্চ পর্যায় যেতে হয় তাহলে প্রথমে সিঁড়ি পার হতে হয়। এই স্কুলের অনেক ছাত্র-ছাত্রী আছে যারা লেখাপড়া শিখে উচ্চ পর্যায়ে চাকরি করছে এবং ভাল ভাল কলেজে লেখাপড়া করছে। তাদের মত তোমাদেরও চেষ্টা করতে হবে। আগামীতে দেশ জনগণের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরপুর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঙ্গল মীর, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ উদ্দীন, ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য নুরুজ্জামান খোকন, ওহিদুর রহমান হালিম, শের আলী প্রমূখ।

উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সহকারী শিক্ষক বিপ্লব হোসেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগর ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ে নবীণবরণ ও বিদায় অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৪:৫৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২

জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীণবরণ অনুিষ্ঠত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় জীবননগর উপজেলার ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আহসান হাবীব বকুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্ত্যবে বলেন, একটি শিক্ষিত সমাজ পাল্টে দিতে পারে গোটা সমাজটাকে। আর দেশে উন্নয়নের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। আজকে যারা বিদায় নিচ্ছে এটা কোনো বিদায় নই, এটা সাময়িক বিদায়। যদি কোনো উচ্চ পর্যায় যেতে হয় তাহলে প্রথমে সিঁড়ি পার হতে হয়। এই স্কুলের অনেক ছাত্র-ছাত্রী আছে যারা লেখাপড়া শিখে উচ্চ পর্যায়ে চাকরি করছে এবং ভাল ভাল কলেজে লেখাপড়া করছে। তাদের মত তোমাদেরও চেষ্টা করতে হবে। আগামীতে দেশ জনগণের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরপুর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঙ্গল মীর, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ উদ্দীন, ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য নুরুজ্জামান খোকন, ওহিদুর রহমান হালিম, শের আলী প্রমূখ।

উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সহকারী শিক্ষক বিপ্লব হোসেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।