ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

জীবননগর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে পুলিশ সুপার ফয়জুর রহমান

সহিংসতা এড়িয়ে নির্বাচনী আচরণবিধি পালনের আহ্বান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৪৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • / ৩৩ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জীবননগর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন এবং জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন। পুলিশ সুপার ভোট কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি জীবননগর থানা, শাহাপুর ও রায়পুর পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন।
ভোটকেন্দ্র পরিদর্শনকালে পুলিশ সুপার ফয়জুর রহমান স্থানীয় জনসাধারণকে সহিংসতা এড়িয়ে নির্বাচনী আচরণবিধি পালনের আহ্বান জানান। এছাড়া নির্বাচনের দিন উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে প্রত্যেকের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আহ্বান জানান। সেই সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) নাজিমুদ্দিন আল আজাদ, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খান, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ প্রমুখ।
এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে আন্দুলবাড়ীয়া বাজারে জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তর মানুষের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার। এসময় পুলিশ সুপারের নিকট এলাকাবাসীর পক্ষে আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন দীর্ঘদিনের প্রাণের দাবি আন্দুলবাড়ীয়া পুলিশ তদন্ত কেন্দ্র দ্রুত চালু করার দাবি জানান। জবাবে পুলিশ সুপার বলেন, অচিরেই পুলিশ তদন্ত কেন্দ্রের নির্মাণকাজ শুরু হবে। তিনি এলাকাবাসীর নিকট আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তি বজায় রাখতে সার্বিক সহযোগিতা চেয়েছেন।
এসময় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুজ্জামান টিপু, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ আতিয়ার রহমান, আইনবিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ, আন্দুলবাড়ীয়া বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আহসান হায়দার হাসান, সদস্য বজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপূর্বে সকাল সাড়ে ১০টায় উথলী ইউনিয়নে প্রতিটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। ভোটকেন্দ্র পরিদর্র্শনকালে তিনি উথলী ইউনিয়নের জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসের ৭ তারিখে। আপনারা ভোটকেন্দ্র এসে নির্ভয়ে আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে আমার প্রশাসন সর্বদা নিযুক্ত থাকবে ইনশাআল্লাহ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে পুলিশ সুপার ফয়জুর রহমান

সহিংসতা এড়িয়ে নির্বাচনী আচরণবিধি পালনের আহ্বান

আপলোড টাইম : ০৩:৪৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

জীবননগর অফিস:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জীবননগর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন এবং জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন। পুলিশ সুপার ভোট কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি জীবননগর থানা, শাহাপুর ও রায়পুর পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন।
ভোটকেন্দ্র পরিদর্শনকালে পুলিশ সুপার ফয়জুর রহমান স্থানীয় জনসাধারণকে সহিংসতা এড়িয়ে নির্বাচনী আচরণবিধি পালনের আহ্বান জানান। এছাড়া নির্বাচনের দিন উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে প্রত্যেকের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আহ্বান জানান। সেই সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) নাজিমুদ্দিন আল আজাদ, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খান, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ প্রমুখ।
এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে আন্দুলবাড়ীয়া বাজারে জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তর মানুষের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার। এসময় পুলিশ সুপারের নিকট এলাকাবাসীর পক্ষে আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন দীর্ঘদিনের প্রাণের দাবি আন্দুলবাড়ীয়া পুলিশ তদন্ত কেন্দ্র দ্রুত চালু করার দাবি জানান। জবাবে পুলিশ সুপার বলেন, অচিরেই পুলিশ তদন্ত কেন্দ্রের নির্মাণকাজ শুরু হবে। তিনি এলাকাবাসীর নিকট আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তি বজায় রাখতে সার্বিক সহযোগিতা চেয়েছেন।
এসময় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুজ্জামান টিপু, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ আতিয়ার রহমান, আইনবিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ, আন্দুলবাড়ীয়া বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আহসান হায়দার হাসান, সদস্য বজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপূর্বে সকাল সাড়ে ১০টায় উথলী ইউনিয়নে প্রতিটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। ভোটকেন্দ্র পরিদর্র্শনকালে তিনি উথলী ইউনিয়নের জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসের ৭ তারিখে। আপনারা ভোটকেন্দ্র এসে নির্ভয়ে আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে আমার প্রশাসন সর্বদা নিযুক্ত থাকবে ইনশাআল্লাহ।