ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

জীবননগরে হতদরিদ্র ভ্যান চালকের পাশে ইউএনও

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ১০:৪৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
  • / ৩৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া পিচ মোড় নামক স্থানের রাস্তের পাশে থাকা হতদরিদ্র ভ্যানচালক নুর মোহাম্মদের পাশে দাঁড়িয়ে তাঁর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জীবননগর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর বাড়িতে গিয়ে নুর মোহাম্মদের হাতে শীত নিবারণের জন্য কম্বল ও খাবারের জন্য চাল তুলে দেন তিনি। এসময় চাল ও কম্বল পেয়ে নুর মোহাম্মদ ও তাঁর স্ত্রী অনেক খুশি হন।

        এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাস্তার পাশে একটি কাগজ ও পাটকাটি দিয়ে ঘর তৈরি করে সেখানে নুর মোহাম্মদ তাঁর স্ত্রী-সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে মানবেতার জীবনযাপন করে আসছেন। সরকারি একটি ঘরের জন্য স্থানীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের কাছে দ্বারে দ্বারে ঘুরে কোনো ফল না পেয়ে এভাবেই মানবেতার জীবনযাপন করেছেন তিনি।

        ভ্যানচালক নুর মোহাম্মদ বলেন, ‘আমি অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করি। একটি ঘরের জন্য কতবার নেতাদের কাছে গিয়েছি, কোনো কাজ হয়নি। আগে গায়ে শক্তি ছিল ভ্যান চালাতে পারতাম, এখন আর গায়ে শক্তি নেই, সে জন্য ভ্যানও চালাতে পারি না। পাশে একটি মুরগির খামার পাহারা দিই, সেখান থেকে যে টাকা দেয়, সেই টাকা দিয়ে আমার সংসার চলে। সরকারের কাছে আমার একটাই দাবি, আমার মাথা গোঁজার জন্য যেন একটা ঘরের ব্যবস্থা করে দেয়। তা না হলে পানির সময় আমাদের অনেক কষ্ট করে দিন পার করতে হবে। আর ইউএনও স্যার আমাদের যে সহযোগিতা করেছেন, আমরা তার এই কথা কখনও ভুলতে পারব না।’

        জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকারের ভিশন ও মিশন দেশের কোনো মানুষ যেন গৃহহীন না থাকে, তারই ধারাবাহিকতায় আমি জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে এ ধরণের দরিদ্র অসহায় গৃহহীন ব্যক্তিদের সন্ধান করছি, তাদের মধ্যে বিনামূল্যে জমি ও ঘর প্রদানের জন্য। পর্যায়ক্রমে উপজেলার সকল ভূমিহীন ও গৃহহীন ব্যক্তিদের মধ্যে এই ঘর প্রদান করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে হতদরিদ্র ভ্যান চালকের পাশে ইউএনও

আপলোড টাইম : ১০:৪৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া পিচ মোড় নামক স্থানের রাস্তের পাশে থাকা হতদরিদ্র ভ্যানচালক নুর মোহাম্মদের পাশে দাঁড়িয়ে তাঁর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জীবননগর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর বাড়িতে গিয়ে নুর মোহাম্মদের হাতে শীত নিবারণের জন্য কম্বল ও খাবারের জন্য চাল তুলে দেন তিনি। এসময় চাল ও কম্বল পেয়ে নুর মোহাম্মদ ও তাঁর স্ত্রী অনেক খুশি হন।

        এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাস্তার পাশে একটি কাগজ ও পাটকাটি দিয়ে ঘর তৈরি করে সেখানে নুর মোহাম্মদ তাঁর স্ত্রী-সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে মানবেতার জীবনযাপন করে আসছেন। সরকারি একটি ঘরের জন্য স্থানীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের কাছে দ্বারে দ্বারে ঘুরে কোনো ফল না পেয়ে এভাবেই মানবেতার জীবনযাপন করেছেন তিনি।

        ভ্যানচালক নুর মোহাম্মদ বলেন, ‘আমি অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করি। একটি ঘরের জন্য কতবার নেতাদের কাছে গিয়েছি, কোনো কাজ হয়নি। আগে গায়ে শক্তি ছিল ভ্যান চালাতে পারতাম, এখন আর গায়ে শক্তি নেই, সে জন্য ভ্যানও চালাতে পারি না। পাশে একটি মুরগির খামার পাহারা দিই, সেখান থেকে যে টাকা দেয়, সেই টাকা দিয়ে আমার সংসার চলে। সরকারের কাছে আমার একটাই দাবি, আমার মাথা গোঁজার জন্য যেন একটা ঘরের ব্যবস্থা করে দেয়। তা না হলে পানির সময় আমাদের অনেক কষ্ট করে দিন পার করতে হবে। আর ইউএনও স্যার আমাদের যে সহযোগিতা করেছেন, আমরা তার এই কথা কখনও ভুলতে পারব না।’

        জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকারের ভিশন ও মিশন দেশের কোনো মানুষ যেন গৃহহীন না থাকে, তারই ধারাবাহিকতায় আমি জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে এ ধরণের দরিদ্র অসহায় গৃহহীন ব্যক্তিদের সন্ধান করছি, তাদের মধ্যে বিনামূল্যে জমি ও ঘর প্রদানের জন্য। পর্যায়ক্রমে উপজেলার সকল ভূমিহীন ও গৃহহীন ব্যক্তিদের মধ্যে এই ঘর প্রদান করা হবে।’