ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

জীবননগরে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে হত্যার ঘটনা

জড়িতদের ফাঁসির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • / ৬৩ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগরে যৌতুকের টাকা না পেয়ে রিফাত জাহান চাঁদনী (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরুদ্ধ করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী। এসময় হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের মারুফদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন করা হয়। এতে অংশ নেন গ্রামবাসী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।

জানা গেছে, দেড় বছর পূর্বে পাশ্ববর্তী মহেশপুর উপজেলার গুড়দাহ গ্রামের মশিউর রহমানের সঙ্গে পারিবারিকভাবে চাঁদনীর বিয়ে হয়। এর কয়েক মাস পর থেকে ব্যবসার কথা বলে ২ লাখ টাকা যৌতুক দাবি করে মশিউর ও তার বাড়ির লোকজন। দাবি অনুযায়ী ২ লাখ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও একটি গরু মশিউর রহমানের হাতে তুলে দেন চাঁদনীর পরিবার। এছাড়াও বিভিন্ন সময় যৌতুকের জন্য চাঁদনীকে চাপ দিয়ে মারধর করতো স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।

মানববন্ধনে উপস্থিত গ্রামবাসী আরও জানান, গত কয়েকদিন ধরে পুনরায় ওই গৃহবধূর কাছ থেকে কয়েক লাখ টাকা যৌতুক দাবি করেন তার স্বামী যৌতুক লোভী মশিউর রহমান। এসময় চাঁদনী আরও টাকা আনতে অস্বীকার করায় গত সেমাবার সন্ধ্যায় গৃহবধূ চাঁদনীকে পিটিয়ে হত্যা করে মৃতদেহ ঘরের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায় মশিউর রহমান।

নিহত চাঁদনীর ভাই হাসান আলী অভিযোগ করে বলেন, ‘মশিউর আমাদের নিকট থেকে অনেক টাকা নিয়েছে। আমাদের একমাত্র বোন চাঁদনী। বোনের সুখের জন্য আমরা মশিউরকে পালসার মোটরসাইকেলও দিয়েছি। সে আমার বোনকে অনেক কষ্ট দিয়ে হত্যা করেছে, তার পায়ের তলায় কারেন্টের শক দিয়েছে। এমনকি তার শরীরে কোনো কাপড় ছিল না। আমরা এর সঠিক তদন্ত ও বিচার চাই।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন রায়পুর ইউপি সদস্য আজাদ রহমান সারত, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল বিশ্বাস, আ.রশিদ, তারেক হোসেন, হাসান আলী, রুবেল হোসেন, সুমন হোসেন প্রমুখ।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, মশিউর রহমান বিভিন্ন সংস্থার কাছে তার স্ত্রীর নামে ১০ বছর মেয়াদী ডিপিএস করেন। তিনি জানেন যদি ডিপিএস চলাকালীন সময় মেয়াদ শেষ হওয়ার আগেই যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তাহলে ওই টাকা তার নমিনী হিসেবে স্বামী পাবেন। ওই টাকার লোভে স্ত্রী চাঁদনীকে হত্যা করা হতে পারে।

উল্লেখ্য, গত সোমবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়দাহ গ্রামে শ্বশুরবাড়ি থেকে চাঁদনীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করে মহেশপুর থানা পুলিশ। পরদিন মঙ্গলবার ময়নাতদন্ত শেষে চাঁদনীর লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় মহেশপুর থানা পুলিশ একটি অভিযান চালিয়ে ঘাতক স্বামী মশিউর রহমানকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে হত্যার ঘটনা

জড়িতদের ফাঁসির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আপলোড টাইম : ১০:৪০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

জীবননগর অফিস:
জীবননগরে যৌতুকের টাকা না পেয়ে রিফাত জাহান চাঁদনী (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরুদ্ধ করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী। এসময় হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের মারুফদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন করা হয়। এতে অংশ নেন গ্রামবাসী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।

জানা গেছে, দেড় বছর পূর্বে পাশ্ববর্তী মহেশপুর উপজেলার গুড়দাহ গ্রামের মশিউর রহমানের সঙ্গে পারিবারিকভাবে চাঁদনীর বিয়ে হয়। এর কয়েক মাস পর থেকে ব্যবসার কথা বলে ২ লাখ টাকা যৌতুক দাবি করে মশিউর ও তার বাড়ির লোকজন। দাবি অনুযায়ী ২ লাখ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও একটি গরু মশিউর রহমানের হাতে তুলে দেন চাঁদনীর পরিবার। এছাড়াও বিভিন্ন সময় যৌতুকের জন্য চাঁদনীকে চাপ দিয়ে মারধর করতো স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।

মানববন্ধনে উপস্থিত গ্রামবাসী আরও জানান, গত কয়েকদিন ধরে পুনরায় ওই গৃহবধূর কাছ থেকে কয়েক লাখ টাকা যৌতুক দাবি করেন তার স্বামী যৌতুক লোভী মশিউর রহমান। এসময় চাঁদনী আরও টাকা আনতে অস্বীকার করায় গত সেমাবার সন্ধ্যায় গৃহবধূ চাঁদনীকে পিটিয়ে হত্যা করে মৃতদেহ ঘরের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায় মশিউর রহমান।

নিহত চাঁদনীর ভাই হাসান আলী অভিযোগ করে বলেন, ‘মশিউর আমাদের নিকট থেকে অনেক টাকা নিয়েছে। আমাদের একমাত্র বোন চাঁদনী। বোনের সুখের জন্য আমরা মশিউরকে পালসার মোটরসাইকেলও দিয়েছি। সে আমার বোনকে অনেক কষ্ট দিয়ে হত্যা করেছে, তার পায়ের তলায় কারেন্টের শক দিয়েছে। এমনকি তার শরীরে কোনো কাপড় ছিল না। আমরা এর সঠিক তদন্ত ও বিচার চাই।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন রায়পুর ইউপি সদস্য আজাদ রহমান সারত, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল বিশ্বাস, আ.রশিদ, তারেক হোসেন, হাসান আলী, রুবেল হোসেন, সুমন হোসেন প্রমুখ।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, মশিউর রহমান বিভিন্ন সংস্থার কাছে তার স্ত্রীর নামে ১০ বছর মেয়াদী ডিপিএস করেন। তিনি জানেন যদি ডিপিএস চলাকালীন সময় মেয়াদ শেষ হওয়ার আগেই যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তাহলে ওই টাকা তার নমিনী হিসেবে স্বামী পাবেন। ওই টাকার লোভে স্ত্রী চাঁদনীকে হত্যা করা হতে পারে।

উল্লেখ্য, গত সোমবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়দাহ গ্রামে শ্বশুরবাড়ি থেকে চাঁদনীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করে মহেশপুর থানা পুলিশ। পরদিন মঙ্গলবার ময়নাতদন্ত শেষে চাঁদনীর লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় মহেশপুর থানা পুলিশ একটি অভিযান চালিয়ে ঘাতক স্বামী মশিউর রহমানকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।