ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

জীবননগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ০৮:৪২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
  • / ৪৫ বার পড়া হয়েছে

জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে খয়েরহুদা গ্রাম থেকে ১৪৪ বোতল ফেনসিডিলসহ আজাদ হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক আজাদ হোসেন উপজেলার খয়েরহুদা গ্রামের আব্দুল খালেকের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে আটক করা হয়।

 

জানা যায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি, অপারেশন) সুখেন্দু বসুর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক সোহেল রানা ফোর্স নিয়ে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মাদক ব্যবসায়ী আজাদের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর ঘর থেকে ১৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে এবং মাদক ব্যবসায়ী আজাদকে আটক করেন।
এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, মাদক ব্যবসায়ী আজাদ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছিল বলে আমরা জানতে পারি। গোপন সংবাদের ভিত্তিত্বে তার বাড়িতে অভিযান চালিয়ে ১৪৪ বোতল ফেনসিডিলসহ হাতে-নাতে আজাদকে আটক করা হয়। এ বিষয়ে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড টাইম : ০৮:৪২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১

জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে খয়েরহুদা গ্রাম থেকে ১৪৪ বোতল ফেনসিডিলসহ আজাদ হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক আজাদ হোসেন উপজেলার খয়েরহুদা গ্রামের আব্দুল খালেকের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে আটক করা হয়।

 

জানা যায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি, অপারেশন) সুখেন্দু বসুর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক সোহেল রানা ফোর্স নিয়ে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মাদক ব্যবসায়ী আজাদের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর ঘর থেকে ১৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে এবং মাদক ব্যবসায়ী আজাদকে আটক করেন।
এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, মাদক ব্যবসায়ী আজাদ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছিল বলে আমরা জানতে পারি। গোপন সংবাদের ভিত্তিত্বে তার বাড়িতে অভিযান চালিয়ে ১৪৪ বোতল ফেনসিডিলসহ হাতে-নাতে আজাদকে আটক করা হয়। এ বিষয়ে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।