ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

জীবননগরে প্রান্তিক কৃষকদের নিয়ে যৌথ শুনানি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগরে প্রান্তিক কৃষকদের নিয়ে যৌথ শুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে দি এশিয়া ফাউন্ডেশন ও রিসোর সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই যৌথ শুনানি অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে শুনানিতে অংশ নেন বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা। জীবননগর উপজেলা নিবাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, কেডিকে ইউনিয়নের কৃষক জোট সভাপতি আব্দুল কাদের, উথলী ইউনিয়নের কৃষক জোটের  সভাপতি জাহিদুল ইসলাম ও মনোহরপুর ইউনিয়ন কৃষক জোটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। রিসোর প্রোগ্রাম অফিসার আদিল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শুনানীতে সার সংকট, মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন, সারের মূল্য তালিকা প্রদর্শন, ফসলের ক্ষেতের পানি নদীতে নিষ্কাষনের সুষ্ঠু ব্যবস্থাপনাসহ মাঠে বজ্র নিরোধ শেল্টার স্থাপনের দাবি তুলে ধরা হয়। এছাড়াও শিয়ালমারী হাটে কৃষকের উৎপাদিত সবজি ও কাচা তরিতরকারি সরাসরি বাইরে থেকে আসা ফড়িয়াদের নিকট বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে প্রান্তিক কৃষকদের নিয়ে যৌথ শুনানি

আপলোড টাইম : ০৮:৫৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগরে প্রান্তিক কৃষকদের নিয়ে যৌথ শুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে দি এশিয়া ফাউন্ডেশন ও রিসোর সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই যৌথ শুনানি অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে শুনানিতে অংশ নেন বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা। জীবননগর উপজেলা নিবাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, কেডিকে ইউনিয়নের কৃষক জোট সভাপতি আব্দুল কাদের, উথলী ইউনিয়নের কৃষক জোটের  সভাপতি জাহিদুল ইসলাম ও মনোহরপুর ইউনিয়ন কৃষক জোটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। রিসোর প্রোগ্রাম অফিসার আদিল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শুনানীতে সার সংকট, মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন, সারের মূল্য তালিকা প্রদর্শন, ফসলের ক্ষেতের পানি নদীতে নিষ্কাষনের সুষ্ঠু ব্যবস্থাপনাসহ মাঠে বজ্র নিরোধ শেল্টার স্থাপনের দাবি তুলে ধরা হয়। এছাড়াও শিয়ালমারী হাটে কৃষকের উৎপাদিত সবজি ও কাচা তরিতরকারি সরাসরি বাইরে থেকে আসা ফড়িয়াদের নিকট বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।