ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

জীবননগরে পূর্বশত্রুতার জের ধরে যুবককে পিটিয়ে জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:২৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • / ১০ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: জীবননগরে পূর্বশত্রুতার জের ধরে নয়ন (৩২) নামের এক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে কৃষ্ণপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে সাজ্জাদের বিরুদ্ধে। গত সোমবার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নয়ন রায়পুর গ্রামের আলম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে নয়ন রায়পুর বাজারের তুহিনের চায়ের দোকানের সামনে বসেছিল। এসময় সাজ্জাদ, জাহাঙ্গীর, রাসেল ও আফসার মিলে তাকে মারধর করে রক্তাক্ত জখম করে। স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর হাসপাতালে ভর্তি করেন।

আহত নয়ন অভিযোগ করে বলেন, ‘আমি রায়পুর বাজারে তুহিনের দোকানের বসে চা খাচ্ছিলাম। এমন সময় সাজ্জাদ, জাহাঙ্গীরসহ বেশ কয়েকজন এক সাথে এসে কৃষ্ণপুর গ্রামের জমিকে কেন্দ্র করে আমাকে মারধর করে গুরুত্বর আহত করে। তারা আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন ছুটে আসলে সাজ্জাদসহ তার দলবল চলে যায়। এ বিষয়ে আমি জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।কিন্তু পুলিশ এখনো কোনো আসামি আটক করেনি। আসামিরা সবাই এলাকাতে রয়েছে এবং আমাকে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে।’

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক বলেন, রায়পুর গ্রামে নয়নের মারধর করার ঘটনায় জীবননগর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে পূর্বশত্রুতার জের ধরে যুবককে পিটিয়ে জখম

আপলোড টাইম : ১২:২৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

জীবননগর অফিস: জীবননগরে পূর্বশত্রুতার জের ধরে নয়ন (৩২) নামের এক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে কৃষ্ণপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে সাজ্জাদের বিরুদ্ধে। গত সোমবার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নয়ন রায়পুর গ্রামের আলম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে নয়ন রায়পুর বাজারের তুহিনের চায়ের দোকানের সামনে বসেছিল। এসময় সাজ্জাদ, জাহাঙ্গীর, রাসেল ও আফসার মিলে তাকে মারধর করে রক্তাক্ত জখম করে। স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর হাসপাতালে ভর্তি করেন।

আহত নয়ন অভিযোগ করে বলেন, ‘আমি রায়পুর বাজারে তুহিনের দোকানের বসে চা খাচ্ছিলাম। এমন সময় সাজ্জাদ, জাহাঙ্গীরসহ বেশ কয়েকজন এক সাথে এসে কৃষ্ণপুর গ্রামের জমিকে কেন্দ্র করে আমাকে মারধর করে গুরুত্বর আহত করে। তারা আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন ছুটে আসলে সাজ্জাদসহ তার দলবল চলে যায়। এ বিষয়ে আমি জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।কিন্তু পুলিশ এখনো কোনো আসামি আটক করেনি। আসামিরা সবাই এলাকাতে রয়েছে এবং আমাকে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে।’

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক বলেন, রায়পুর গ্রামে নয়নের মারধর করার ঘটনায় জীবননগর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।