ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

জীবননগরে দোকানে ঝুলছিল যুবকের মরদেহ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • / ২৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জীবননগর থেকে আল ইমরান নামের (২৫) এক যুবককের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ইমরান একই গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি খয়েরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি মুদি দোকানের মালিক।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্বাস উদ্দীন বলেন, ইমরান মাঝে মধ্যে রাতে দোকানে ঘুমাতেন। গত রাতে তিনি বাড়ি আসেননি। সকালে ইমরানের বউ তাঁর শ্বশুরকে বিষয়টি জানলে আব্দুল কুদ্দুসকে ছোট ছেলেকে দোকানে পাঠান। ছোট ছেলে গিয়ে দেখেন দোকানে ইমরানের লাশ ঝুলছে। পরে জীবননগর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ইমরান ঋণগ্রস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন।

জীবননগর থানার পরিদর্শক (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, ‘পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ইমরান ঋণগ্রস্ত ছিলেন। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন।’ ওসি নাসির উদ্দিন আরও বলেন, ‘আমরা অধিক তদন্তের জন্য ইমরানের মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে দোকানে ঝুলছিল যুবকের মরদেহ

আপলোড টাইম : ০৪:২১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জীবননগর থেকে আল ইমরান নামের (২৫) এক যুবককের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ইমরান একই গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি খয়েরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি মুদি দোকানের মালিক।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্বাস উদ্দীন বলেন, ইমরান মাঝে মধ্যে রাতে দোকানে ঘুমাতেন। গত রাতে তিনি বাড়ি আসেননি। সকালে ইমরানের বউ তাঁর শ্বশুরকে বিষয়টি জানলে আব্দুল কুদ্দুসকে ছোট ছেলেকে দোকানে পাঠান। ছোট ছেলে গিয়ে দেখেন দোকানে ইমরানের লাশ ঝুলছে। পরে জীবননগর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ইমরান ঋণগ্রস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন।

জীবননগর থানার পরিদর্শক (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, ‘পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ইমরান ঋণগ্রস্ত ছিলেন। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন।’ ওসি নাসির উদ্দিন আরও বলেন, ‘আমরা অধিক তদন্তের জন্য ইমরানের মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’